বিদেশি মদ চাইলে সেনায় ‌যোগ দাও, দলিত তরুণদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

Updated By: Oct 2, 2017, 05:50 PM IST
বিদেশি মদ চাইলে সেনায় ‌যোগ দাও, দলিত তরুণদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়েব ডেস্ক: সেনাবাহিনীতে ‌যোগ দিলে মিলবে অফুরন্ত বিদেশি মদ। একইসঙ্গে দেশি মদ থেকে মুক্তি মিলবে। তাই সেনায় ‌যোগ দিন। দলিত তরুণদের এমনই পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে।

পুনেতে এক অনুষ্ঠানে আটওয়ালে বলেন তিনি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীতে দলিতদের জন্য কোটার চেষ্টা করে ‌যাবেন। কিন্তু তার আগে প্রয়োজন দলিতদের সেনায় ‌যোগ দেওয়া। মন্ত্রীর কথায়, সেনায় ‌যোগ দিলে ভালো খাবার পাওয়া ‌যাবে। মদও পাওয়া ‌যাবে প্রচুর। ওখানে দেশি মদের পরিবর্তে বিদেশি মদ পাওয়া ‌যায়।

প্রসঙ্গত, কিছদিন আগেই ভারতীয় ক্রিকেট দলে দলিতদের জন্য সংরক্ষণের দাবি করেছিলেন আটওয়ালে। কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেছিলেন, টিম ইন্ডিয়ায় ‌যেসব ক্রিকেটার পারফর্ম করতে পারছে না তাদের বাদ দেওয়া হোক। তার জায়গায় নেওয়া হোক দলিত ও পিছিয়েপড়া খেলোয়াড়দের। অন্যান্য খেলাতেও ২৫ শতাংশ দলিত সংরক্ষণের দাবি তোলেন আটওয়ালে।

আরও পড়ুন-রানি-কাজলের সঙ্গে শাহরুখ, মুহূর্তে ভাইরাল ছবি

  •  

 

.