ব্যাপম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ধর্মেন্দ্র প্রধানের, পদত্যাগ দাবি কংগ্রেসের
ব্যাপম দুর্নীতিতে এ বার নাম জড়ালো পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। অভিযোগের আঙুল উঠেছে আরএসএসের দিকেও। সংসদের বাদল অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র।
ওয়েব ডেস্ক: ব্যাপম দুর্নীতিতে এ বার নাম জড়ালো পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। অভিযোগের আঙুল উঠেছে আরএসএসের দিকেও। সংসদের বাদল অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র।
কয়েকদিন বন্ধ থাকার পর আবার সিরিয়াল শুরু। ব্যাপম দুর্নীতির কিংপিন, খনি ব্যবসায়ী সুধীর শর্মার বাড়ি থেকে পাওয়া বিভিন্ন নথিপত্র, পেন ড্রাইভ এখন কংগ্রেসের হাতিয়ার। তাদের অভিযোগ ওইসব নথি বলছে,
২০১০ সালে ধর্মেন্দ্র প্রধানের ভোপাল যাওয়ার বিমান ভাড়া মিটিয়ে দেন সুধীর শর্মা। বিজেপি নেতা প্রভাত ঝা, অনিল দাভে এবং আরএসএস নেতা সুরেশ সোনিও খনি মাফিয়া সুধীর শর্মার কাছ থেকে টাকা নিয়েছেন।
পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। দলের টাকাতেই প্লেনে চড়েছেন বলে দাবি তাঁর। ব্যাপম দুর্নীতির তদন্তে নেমে বুধবার দুটি এফআইআর দায়ের করেছে সিবিআই। বৃহস্পতিবার, মধ্যপ্রদেশে বনধ ডেকেছে কংগ্রেস।