ভোটগ্রহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটগ্রহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। ভবিষ্যতে প্রতিটি বুথে ভোটগ্রহণের সময় EVM-এর সঙ্গে থাকবে VVPAT বা ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রেইল মেশিন।  ঘোষণা করল নির্বাচন কমিশন।

Updated By: May 12, 2017, 06:54 PM IST
ভোটগ্রহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ঘোষণা নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক : ভোটগ্রহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। ভবিষ্যতে প্রতিটি বুথে ভোটগ্রহণের সময় EVM-এর সঙ্গে থাকবে VVPAT বা ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রেইল মেশিন।  ঘোষণা করল নির্বাচন কমিশন।

EVM-এ কারচুপি ইস্যুতে আজ সর্বদলীয় বৈঠক ডাকে কমিশন। তার আগেই অবশ্য এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ফলাফলের পর থেকেই EVM ইস্যুতে সরব বিরোধীরা। তাদের দাবি, EVM-এ কারচুপি করেই ভোট জয় পেয়েছে বিজেপি। যদিও বিরোধীদের এই দাবি বারংবারই নস্যাত্ করে দিয়েছে কমিশন। এমনকী, EVM হ্যাক করার জন্য চ্যালেঞ্জও ঘোষণা করেছিল কমিশন।

আরও পড়ুন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের বেকায়দায় সোনিয়া, রাহুল!

.