পানীয় জল নিয়ে সরগরম ত্রিপুরার ভোট রাজনীতি

ত্রিপুরার ৭০ শতাংশেরও বেশী জমি অসমতল। উঁচুনীচু। এরাজ্যে তিন তিনটে বড় পাহাড় সহ রয়েছে অসংখ্য টিলা। এইসব অঞ্চলে নিবিড় বসবাস ত্রিপুরার ১৯টি জনজাতির। আর তাই জীবন ধারণের জন্য এইসব মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ ত্রিপিরার সরকারের।

Updated By: Nov 11, 2012, 09:51 AM IST

ত্রিপুরার ৭০ শতাংশেরও বেশী জমি অসমতল। উঁচুনীচু। এরাজ্যে তিন তিনটে বড় পাহাড় সহ রয়েছে অসংখ্য টিলা। এইসব অঞ্চলে নিবিড় বসবাস ত্রিপুরার ১৯টি জনজাতির। আর তাই জীবন ধারণের জন্য এইসব মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ ত্রিপিরার সরকারের।
ভোটের মরশুমে তাই জল বড় ইস্যু শাসক, বিরোধী দু`পক্ষেরই। বিরোধীদল কংগ্রেসের অভিযোগ, ৫০ শতাংশের বেশি জায়গায় জল পৌঁছে দিতে পারেনি বামফ্রন্ট সরকার। অন্যদিকে শাসক দলের দাবি, ৮০ শতাংশ এলাকাতেই জলের লাইন পৌঁছে দেওয়া গিয়েছে। এই তরজার মধ্যে, ভোট বাক্সে মানুষ আদতে কার পক্ষে রায় দেয় সেটাই এখান দেখার।

.