বীরভদ্রের বিদ্রোহে বেকায়দায় কংগ্রেস
ওয়েব ডেস্ক: বীরভদ্র সিং-এর বিদ্রোহের মুখে কংগ্রেস। এই মুহূর্তে মাত্র যেকটি রাজ্যে ক্ষমতায় আছে কংগ্রেস, তারই অন্যতম হিমাচল প্রদেশ। এবার সেই হিমাচলের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরভদ্র সিং ঘনিষ্ট মহলে জানিয়ে দিলেন যে তাঁর দাবি না মানা হলে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন না। ৮৩ বছর বয়সী তথা ছয় বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর সঙ্গে মূলত দ্বন্দ্ব হিমাচল প্রদেশের কংগ্রেস প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং সুখুর। দলীয় সূত্রে খবর, দলের রাজ্য প্রধানের পদে সুখুর বদলে অভিজ্ঞ কংগ্রেস নেতা আশা কুমারীকে চান বীরভদ্র সিং।
৩৬ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় বর্তমানে ২৭টি আসনই কংগ্রেসের দখলে। আর এই ২৭ কং বিধায়কদের মধ্যে অধিকাংশই বীরভদ্রপন্থী বলে খবর এবং তাঁরা চাইছেন গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করুক খোদ সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিকে দলীয় স্তরে খবর, একটি মামলার জন্য দিল্লিতে উপস্থিত বীরভদ্র নাকি সোনিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যে দলের অবস্থার বিষয়ে আলোচনার জন্য। কিন্তু তিনি নাকি এখনও সাক্ষাতের নিশ্চয়তা পাননি। আর এই গোটা ঘটনায় বীরভদ্র শিবিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বীরভদ্রের সমর্থকদের দাবি, তাঁদের নেতা নির্বাচনে না লড়লে তাঁরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন না আসন্ন নির্বাচনে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষয়িষ্ণু কংগ্রেসকে এবার শক্ত ও কৌশলী হাতে সামলাতে হবে এই পরিস্থিতি, নাহলে আরও দুর্বল হয়ে পড়বে শতাব্দী প্রাচীন দলটি।