সামনে এল লাদাখে ভারতীয়-চিনা সেনার হাতাহাতির ভিডিও, ভাইরাল
ওয়েব ডেস্ক : ডোকা লা ইস্যুতে ভারত-চিন টানাপোড়েন এখনও চলছে। এরমধ্যেই লাদাখে আগ্রাসন নিয়ে ফের নতুন করে উত্তেজনার পারদ চড়ল। ১৫ অগাস্ট লাদাখে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'দেশের সেনা। লাদাখে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার হাতাহাতির কথা আগেই স্বীকার করে নিয়েছিল বিদেশমন্ত্রক। এবার সামনে এল সেই ঘটনার একটি ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুদেশের সেনা একে অপরকে লাথি-ঘুঁষি মারছে। পাথর ছুঁড়ছে। সূত্রের খবর, সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল প্রায় ২৪ জন ইন্দো-টিবেটান বর্ডার পুলিস ও প্রায় ৩০-এরও বেশি সেনা। চিনের তরফেও উপস্থিত ছিল সমসংখ্যক সেনা।
স্বাধীনতা দিবসের দিন লাদাখের প্যাংয়ং লেক এলাকায় ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে চিনা সেনা। বাধা দেয় ভারতীয় জওয়ানরা। প্রায় দু'ঘণ্টা ধরে চলে হাতাহাতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। বর্তমানে তা ভাইরাল। ভিডিওটি প্যাংয়ং এলাকার বলে, এর সত্যতা স্বীকার করেছে সেনা অফিসাররাও। দেখুন সেই ভিডিওটি-
#FirstOnThePrint Video of Indian & Chinese soldiers clashing at Pangong lake in Ladakh on August 15. @manupubby pic.twitter.com/qzZvVYFfjX
— ThePrint (@ThePrintIndia) August 19, 2017
আরও পড়ুন, 'ব্রহ্মাস্ত্র প্রয়োগে' এবার সরাসরি চিনকে 'চোখ রাঙাল' ভারত!