বন্যা দেখতে গিয়ে 'ভাইরাল' হলেন মুখ্যমন্ত্রী
'হে বন্যা, তুমিই আমায় ভাইরাল বানালে'। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাম চৌহান বোধহয় এই সুরেই আক্ষেপ করছেন। আক্ষেপই বটে! বন্যা দেখতে গিয়ে তিনি একেবারে টুইটারের দেওয়ালে দেওয়ালে সমাদৃত হবেন তিনি কি কখনও উপলব্ধি করেছিলেন কখনও না অন্য কেউ কখনও করেছে? রবিবার মধ্যপ্রদেশের রেওয়া ও পান্নায় বন্যা কবলিত পরিবারের সঙ্গে দেখে করতে গিয়ে একেবারে টুইটার সেনসেশনে পরিণত হয়েছে। মন্ত্রীমশাই কখনও নিজের জুতো খুলে জল ডিঙিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন আবার কখনও একেবারে পুলিসের কোলে উঠে সফর করেছেন। আর এই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেকেন্ডের মধ্যেই তা ভাইরাল।
ওয়েব ডেস্ক: 'হে বন্যা, তুমিই আমায় ভাইরাল বানালে'। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাম চৌহান বোধহয় এই সুরেই আক্ষেপ করছেন। আক্ষেপই বটে! বন্যা দেখতে গিয়ে তিনি একেবারে টুইটারের দেওয়ালে দেওয়ালে সমাদৃত হবেন তিনি কি কখনও উপলব্ধি করেছিলেন কখনও না অন্য কেউ কখনও করেছে? রবিবার মধ্যপ্রদেশের রেওয়া ও পান্নায় বন্যা কবলিত পরিবারের সঙ্গে দেখে করতে গিয়ে একেবারে টুইটার সেনসেশনে পরিণত হয়েছে। মন্ত্রীমশাই কখনও নিজের জুতো খুলে জল ডিঙিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন আবার কখনও একেবারে পুলিসের কোলে উঠে সফর করেছেন। আর এই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেকেন্ডের মধ্যেই তা ভাইরাল।
দেখুন সেই ছবি-
Here is a CM who is willing to test drive an amphibian bike himself, taking the risk, and people are finding fault pic.twitter.com/5pMonN9KxP
— Rahul Roushan (@rahulroushan) August 21, 2016
Chief Minister had a narrow escape but people are circulating doctored pics pic.twitter.com/rrAWBXGEHD
— Rahul Roushan (@rahulroushan) August 21, 2016