সিএএ-র বিরোধিতায় তোলপাড় মেঘালয়; হত ১, শিলংয়ে জারি কারফিউ

পরিস্থিতি বিচার করে শুক্রবার রাতেই কারফিউ জারি করা হয় সেখান। ৬ জেলায় ইন্টারনেট পরিষবা বন্ধ করে দেওয়া হয়

Updated By: Feb 29, 2020, 06:21 PM IST
সিএএ-র বিরোধিতায় তোলপাড় মেঘালয়; হত ১, শিলংয়ে জারি কারফিউ

নিজস্ব প্রতিবেদন: দিল্লির পর সিএএ বিরোধী আন্দোলনে তোলপাড় মেঘালয়ের পূর্ব খাসি হিল অঞ্চল। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে শিলংয়ে জারি করা হল কারফিউ। শনিবার বেলা বারোটা থেকে শিলং শহরে জারি করা হয় কারফিউ।

আরও পড়ুন-শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয়, গ্রুপের সব ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ চারে টিম ইন্ডিয়া

শিলংয়ের জেলা শাসকের তরফে জানানো হয়েছে, যা পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে যে কোনও সময়।  সেকথা মাথায় রেখে লামডেংগিগির, জইয়া, মওখার-সহ একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সিএএ চালু হলে ইনার লাইন পারমিট উঠে যাবে। এতে ক্ষতি হবে মেঘালয়ের মানুষের।

উল্লেখ্য, সিএএ নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুক্রবার প্রবল গোলামাল শুরু হয় শিলং সহ সংলগ্ন এলাকায়। সংঘর্ষে মৃত্যু হয় ১ জনের। খাসি ছাত্র সংগঠনের সঙ্গে অন্য একটি সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিএএ নিয়ে তৈরি হওয়া বিবাদের মীমাংসার জন্যই বৈঠকে বসেছিল ওই দুই সংগঠন।

আরও পড়ুন-বিমানের ভেতরে উড়ছে পায়রা; প্রবল হইচই যাত্রীদের মধ্যে, দেখুন ভিডিয়ো

পরিস্থিতি বিচার করে শুক্রবার রাতেই কারফিউ জারি করা হয় সেখান। ৬ জেলায় ইন্টারনেট পরিষবা বন্ধ করে দেওয়া হয়। এসএমএস পরিষবাতেও রাশ টানা হয়। দিনে মাত্রা ৫টি এসএমএসই করতে দেওয়া হচ্ছে।

Tags:
.