সরষের মধ্যেই ভূত! পুলিসের মধ্যেই লুকিয়ে গ্যাংস্টার বিকাশ দুবের লোক

 মধ্যপ্রদেশের একটি মন্দিরে পুজো দিতে গিয়ে গত ৯ জুলাই ধরা পড়ে যায় বিকাশ দুবে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 20, 2020, 03:50 PM IST
সরষের মধ্যেই ভূত! পুলিসের মধ্যেই লুকিয়ে গ্যাংস্টার বিকাশ দুবের লোক
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: উত্তপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের মন্তব্য, যার বিরুদ্ধে ৬৩টি মামলা সে জেলের বাইরে থাকে কীভাবে? এদিকে, সরষের মধ্যেই ভূতের অস্তিত্ব খুঁজে বের করল উত্তরপ্রদেশ পুলিসের এসটিএফ।

আরও পড়ুন-কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের

স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।  পুলিসের গুলিতে নিহত গ্যাংস্টার বিকাশ দুবের ফোনের কল রেকর্ড ঘাঁটতে গিয়ে চোখ কাপালে উঠেছে পুলিসের। দেখা গিয়েছে, দুটি ফোন নম্বরে ক্রমাগত ফোন করেছে বিকাশ। সেই ফোন নম্বর ধরে খোঁজ খবর করতেই দেখা যায়, ফোন নম্বর দুটি বরখাস্ত হওয়া দুই পুলিস কনস্টেবলের।

তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশের বাইকারু গ্রামের যেখানে পুলিসের ওপরে হামলা চালায় বিকাশ দুবের দল, সেই ঘটনার সময় পুলিসের দলে ছিল না ওই দুই কনস্টেবল। কিন্তু পুলিসের গতিপ্রকৃতি তারা নিয়মিত জানিয়ে দিতে বিকাশ দুবেকে। শুধু তাই নয়য়, বিকাশ দুবের জন্য বেআইনি অস্ত্রের ব্যবস্থাও তারা করে দিত তারা।

আরও পড়ুন-রাজস্থানে বিধায়ক কেনাবেচার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর

উল্লেখ্য, মধ্যপ্রদেশের একটি মন্দিরে পুজো দিতে গিয়ে গত ৯ জুলাই ধরা পড়ে যায় বিকাশ দুবে। পুলিসের দাবি, পরদিন তাকে উত্তরপ্রদেশে আনার সময় পথে পুলিসের গাড়ি উল্টে যায়। তখনই বিকাশ পালানোর চেষ্টা করে।  শুধু তাই নয়, পুলিসের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টাও করে।  পাল্টা গুলি চালায় পুলিস। ঘটনাস্থলেই মারা যায় বিকাশ।

.