পদত্যাগ করলেন বিজয় বহুগূনা
কংগ্রেসের অন্দরে প্রবল চাপের জেরে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। উত্তরপ্রদেশে প্রাকৃতিক বিপর্যয়, ত্রানকার্য ও পুনর্গঠন সহ একাধিক ইস্যুতে দলের মধ্যে প্রবল কোণঠাসা হয়ে পড়েন বিজয় বহুগুণা।
কংগ্রেসের অন্দরে প্রবল চাপের জেরে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। উত্তরপ্রদেশে প্রাকৃতিক বিপর্যয়, ত্রানকার্য ও পুনর্গঠন সহ একাধিক ইস্যুতে দলের মধ্যে প্রবল কোণঠাসা হয়ে পড়েন বিজয় বহুগুণা।
ক্ষোভ দিনদিন বাড়ছিল। উত্তরাখণ্ডের নেতাদের ক্ষোভ নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ে শীর্ষ নেতৃত্বেরও। লোকসভা ভোটের আগে উত্তরাখণ্ডের সংগঠন যাতে ভেঙে না পড়ে সে জন্য বৈঠক করেন সোনিয়া গান্ধী। সেখানেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উত্তরাখণ্ডে পৌছন জনার্দন দিবেদী, অম্বিকা সোনি এবং গুলাম নবি আজাদ। তাঁদের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে রাজি হন বিজয় বহুগুণা।
আগামিকাল এই তিন নেতার উপস্থিতিতে বিধায়কদের বৈঠক বসছে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী হরিশ রাওয়াত। তিনি উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি ছিলেন। নাম উঠে আসছে উত্তরাখণ্ডের খাদ্যমন্ত্রী প্রীতম সিং।