মনোনয়ন পেশ হামিদ আনসারির
উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি। লোকসভার সেক্রেটারি জেনারেল টিকে বিশ্বনাথনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। অন্যদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে হামিদ আনসারিকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে সিপিআই।
উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি। লোকসভার সেক্রেটারি জেনারেল টি কে বিশ্বনাথনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। আজ মনোনয়ন পেশের সময় আনসারির সঙ্গে ছিলেন প্রধামন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান এবং অন্যান্যরা।
হামিদ আনসারির জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত ইউপিএ শিবির। তাদের অনুমান, তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও, আনসারি সংসদের উভয়কক্ষের সদস্যদের মোট ৭৯০টি ভোটের মধ্যে একাই ৪৭০টি ভোট পাবেন। তৃণমূল সমর্থন করলে ৫০০-র`ও বেশি ভোট পেয়ে ড. সবর্পল্লি রাধাকৃষ্ণণের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার উপরাষ্ট্রপতি হবেন হামিদ আনসারি।
অন্যদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে হামিদ আনসারিকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে সিপিআই। দিল্লিতে হবে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এই বৈঠক। ইউপিএ প্রার্থী হামিদ আনসারিকে সমর্থনের আবেদন জানিয়ে ফোন করেন প্রধানমন্ত্রী। হামিদ আনসারি কংগ্রেসের প্রার্থী না হওয়ায় বিষয়টি বিবেচনার আশ্বাস দেয় সিপিআই নেতৃত্ব।