অযোধ্যায় এবার বাতিল হল রাম-সীতার বিবাহবার্ষিকী অনুষ্ঠান 'রাম বারাত'

প্রতি পাঁচ বছর অন্তর অযোধ্যার করসেবকপুরম থেকে রাম বারাত শুরু হয়। শেষ হয় জনকপুরে। 

Updated By: Nov 28, 2020, 06:22 PM IST
অযোধ্যায় এবার বাতিল হল রাম-সীতার বিবাহবার্ষিকী অনুষ্ঠান 'রাম বারাত'

নিজস্ব প্রতিবেদন: রাম-সীতার বিবাহ বার্ষিকীতে প্রতি বছরই অযোধ্যায় পালিত হয় 'রাম বারাত' বা রামের বরযাত্রা অনুষ্ঠান। এবার তা বাতিল করল বিশ্বহিন্দু পরিষদ।

শহরে বাড়ছে করোনার সংক্রমণ। সেকথা মাথায় রেখেই এবার বাতিল হল রাম বারাত। ধর্মযাত্রা মহাসংঘ ও বিশ্বহিন্দু পরিষদ মিলে ওই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-লাদাখের প্যাংগং লেক এলাকায় MARCOS কমান্ডো মোতায়েন করল নৌবাহিনী 

রাম বারাত বাতিল নিয়ে বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা সংবাদমাধ্যমে বলেন, সাধুসন্তদের সঙ্গে পরামর্শ করে এবার রাম বারাত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শহরে করোনার সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় কোনও রকম শোভযাত্রা না করার পক্ষেই মত দিয়েছেন সাধুরা।

শরদ শর্মা বলেন, এবার রাম বারাত বাতিল হয়েছে। তবে সাধারণ মানুষের কাছে আহ্বান, ঘরে ও মন্দিরে এবার রাম বারাত পালন করুন। ঘরেই প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে, মন্ত্র পাঠ করে এই পবিত্র অনুষ্ঠান পালন করতে পারেন।

আরও পড়ুন-আরও বড় বড় মাথারা বেরোবেন, জোড়াফুলে জোড়া মালিক থাকবে শুধু : লকেট

উল্লেখ্য, প্রতি পাঁচ বছর অন্তর অযোধ্যার করসেবকপুরম থেকে রাম বারাত শুরু হয়। শেষ হয় জনকপুরে। তবে এবার খুব অল্প সংখ্যাক লোকজন নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রাম বারাত হবে বলে জানিয়েছেন শরদ শর্মা।  

.