শত্রুর নাকের ডগায় যুদ্ধের অভ্যাস ভারতীয় বায়ুসেনার, দেখুন ভিডিয়ো

রাজস্থানের পোখরানে আয়োজিত হয় বায়ুশক্তি ২০১৯। 

Updated By: Feb 16, 2019, 08:45 PM IST
শত্রুর নাকের ডগায় যুদ্ধের অভ্যাস ভারতীয় বায়ুসেনার, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দুদিন বাদেই রাজস্থানের পোখরানে নিজেদের শক্তি দেখাল ভারতীয় বায়ু সেনা। বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া বলেন, ''যুদ্ধাভ্যাসে নিজেদের ক্ষমতা দেখিয়েছি। শত্রুদের বোঝা উচিত, তারা কখনও হারাতে পারবে না আমাদের''।         

বায়ুশক্তি ২০১৯ শীর্ষক কর্মসূচিতে যুদ্ধাভ্যাস করল বায়ুসেনা। আকাশে উড়ল দেশের শক্তিশালী যুদ্ধবিমান। বলে রাখা ভাল, রাজস্থানের ওপারে পাক ভূখণ্ড। ফলে শত্রুর নাকের ডগাতেই শৌর্য প্রদর্শন করল ভারত।  

বায়ুশক্তি ২০১৯ কর্মসূচিতে অংশ নিয়েছিল ১৩০টিরও বেশি যুদ্ধবিমান, পরিবহণবিমান ও হেলিকপ্টার। 

লেজার প্রযুক্তির বোমা, রকেট লঞ্চারের ব্যবহার করা হয়েছে বায়ুশক্তিতে। মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, মিরাজ ২০০০, সুখোই-৩০-এর মতো বিমান রণকৌশল দেখিয়েছে। কর্মসূচির শেষে তেরঙায় আলোয় রাঙিয়ে গিয়েছে পোখরান রেঞ্জ। 

পুলওয়ামা হামলার পরও পাকিস্তানের অবস্থানে কোনও বদল হয়নি। রাজরৌর নৌসেরা সেক্টরে এদিন অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা। তাদের গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। পাল্টা দিয়েছে ভারতীয় সেনা। নৌসেরাতেই জঙ্গিদের রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে শহিদ হয়েছেন সেনা অফিসার।   

আরও পড়ুন- পাকিস্তানের হয়ে ব্যাটিং করে কপিলের শোয়ে বোল্ড সিধু!

.