বঢ়রার সঙ্গে ডিএলএফ-এর চুক্তি বিতর্কে নতুন মোড়

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢ়রার সঙ্গে ডিএলএফ-এর চুক্তি নিয়ে বিতর্কে নতুন মোড়। চুক্তির পক্ষে সওয়াল করার পাশাপাশি আইন মেনে চুক্তি বাতিল করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অনিয়মের অভিযোগে, বঢ়রার সংস্থার সঙ্গে ডিএলএফ-এর জমি চুক্তির মিউটেশন বাতিল করে দেন হরিয়ানার আইএএস আধিকারিক অশোক খেমকা। তাঁর বিরুদ্ধেই চুক্তি বাতিলে অনিয়মের অভিযোগ তুলেছেন রাজ্যের আরেক আইএএস আধিকারিক টিসি গুপ্তা। তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে যে কেউ আদালতে যেতে পারেন বলে মন্তব্য করেছেন অশোক খেমকা। 

Updated By: Oct 18, 2012, 06:28 PM IST

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢ়রার সঙ্গে ডিএলএফ-এর চুক্তি নিয়ে বিতর্কে নতুন মোড়। চুক্তির পক্ষে সওয়াল করার পাশাপাশি আইন মেনে চুক্তি বাতিল করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অনিয়মের অভিযোগে, বঢ়রার সংস্থার সঙ্গে ডিএলএফ-এর জমি চুক্তির মিউটেশন বাতিল করে দেন হরিয়ানার আইএএস আধিকারিক অশোক খেমকা। তাঁর বিরুদ্ধেই চুক্তি বাতিলে অনিয়মের অভিযোগ তুলেছেন রাজ্যের আরেক আইএএস আধিকারিক টিসি গুপ্তা। তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে যে কেউ আদালতে যেতে পারেন বলে মন্তব্য করেছেন অশোক খেমকা। 
হরিয়ানার মানেসরে সাড়ে তিন একর জমি হস্তান্তরের জন্য নির্মাণ সংস্থা ডিএলএফ-এর সঙ্গে চুক্তি হয় রবার্ট বঢ়রার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের। অনিয়মের অভিযোগ ওঠায় চুক্তি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেন রাজ্যের ভূমি দফতরের অধিকর্তা আইএএস আধিকারিক অশোক খেমকা। এরপরই, তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব ছাড়ার আগেই তিনি চুক্তি হওয়া জমির মিউটেশন বাতিল করে দেন। অশোক খেমকা যেভাবে চুক্তি বাতিল করেছেন, তাতে ভুল রয়েছে। রয়েছে আইনের খামতি ও ক্ষমতার অপব্যবহার।
এই অভিযোগে, হরিয়ানার মুখ্যসচিব পিকে চৌধুরীকে চিঠি দিয়েছেন, রাজ্যের নগর পরিকল্পনা সংক্রান্ত দফতরের প্রধান টিসি গুপ্তা। অশোক খেমকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। চুক্তির আওতায় থাকা জমির লাইসেন্স নবীকরণ করার ক্ষেত্রেও কোনও অনিয়ম হয়নি বলে দাবি তাঁর। চুক্তি বাতিল সংক্রান্ত নির্দেশের মূল কপি ভূমি দফতর থেকে নগর পরিকল্পনা সংক্রান্ত দফতরে আসার আগেই সংবাদমাধ্যমের কাছে চলে গেছে বলে অভিযোগ করেছেন টিসি গুপ্তা।
যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সেভাবে গুরুত্ব দিতে চাননি অশোক খেমকা। মূল বিষয়টি থেকে মানুষের নজর ঘোরাতেই এইসব অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ভূমি দফতর থেকে বদলি হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন অশোক খেমকা। বদলির নির্দেশ নিয়ে কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

.