বুলন্দশহর হিংসাকাণ্ডে ব্যর্থ মুখ্যমন্ত্রী, আদিত্যনাথের ইস্তফা দাবি ৮৩ প্রাক্তন আমলার

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী সব ছেড়ে দিয়ে তিনি কারা গো হত্যা করেছে তার পেছনে পড়ে রয়েছেন

Updated By: Dec 20, 2018, 01:35 PM IST
বুলন্দশহর হিংসাকাণ্ডে ব্যর্থ মুখ্যমন্ত্রী, আদিত্যনাথের ইস্তফা দাবি ৮৩ প্রাক্তন আমলার

আমলারা। পুলিস আধিকারিকের খুনি ও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন রাজ্যের ৮৩ প্রাক্তন আমলা। এদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন বিদেশ সচির শ্যাম সরন ও শিবশঙ্কর মেনন।

আরও পড়ুন-বিহারের কাঁচামালে টিকিয়াপাড়ায় তৈরি অস্ত্র ফের চলে যেত মুঙ্গেরে! নয়া তথ্য

বুলন্দশহরে গো হত্যার অভিযোগ হওয়া হিংসায় মৃত্যু হয় সুমিত নামে এক তরুণ ও পুলিস আধিকারিক সুবোধ কুমার সিংয়ের। ওই ঘটনায় গো হত্যাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।

ওই মন্তব্যের পর দেশের ৮৩ জন প্রাক্তন আমলা একটি খোলা চিঠি লিখে আদিত্যনাথের পদত্যাগের দাবি করেছেন। সেই চিঠিতে লেখা হয়েছে। ‘আদিত্যনাথ পুলিস আধিকারিকের মৃত্যুর মতো ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। পাশাপাশি তিনি সাম্প্রদায়িক হিংসাকেও গুরুত্ব দেননি। ওই ঘটনায় হামলাকারীদের নিন্দা করেননি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেননি। তার পরিবর্তে গো হত্যার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।‘

আরও পড়ুন-বাড়িভাড়া আসার ৪ দিনের মাথায় 'রহস্যজনকভাবে' খুন, খালপাড়ে মিলল দেহ

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী আচরণ সংখ্যাগুরু প্রতিনিধির মতো। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যে সংখ্যাসুঘু মুসলিমদের কাছে একটা বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সব ছেড়ে দিয়ে তিনি কারা গো হত্যা করেছে তার পেছনে পড়ে রয়েছেন। এই পদক্ষেপ দেখিয়ে দেয় রাজ্যে সাংবিধানিক মূল্যবোধ নষ্ট হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি।‘

.