নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন কংগ্রেস সদস্যরা
ভিসা প্রত্যাখ্যান থেকে হোয়ার্টনের মূল বক্তা। মার্কিন মুলুকে প্রবেশ নিয়ে বারবার বাধার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। এবারে মার্কিন জনপ্রতিনিধিদের কাছ থেকেই সে দেশে যাওয়ার আমন্ত্রণ পেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানালেন গুজরাটে আসা মার্কিন কংগ্রেসের রিপাব্লিকান সেনেটররা। গুজরাটের মুখ্যমন্ত্রীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টিও তাঁরা দেখবেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিনিধি দলের প্রধান অ্যারোন স্কোক।
ভিসা প্রত্যাখ্যান থেকে হোয়ার্টনের মূল বক্তা। মার্কিন মুলুকে প্রবেশ নিয়ে বারবার বাধার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। এবারে মার্কিন জনপ্রতিনিধিদের কাছ থেকেই সে দেশে যাওয়ার আমন্ত্রণ পেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
আমন্ত্রণ জানালেন গুজরাটে আসা মার্কিন কংগ্রেসের রিপাব্লিকান সেনেটররা। গুজরাটের মুখ্যমন্ত্রীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টিও তাঁরা দেখবেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিনিধি দলের প্রধান অ্যারোন স্কোক।
২০০২-এ গুজরাটের সাম্প্রদায়িক হিংসার জেরে এর আগে অনেকবারই ভিসার জন্য মোদীর আবেদন খারিজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এবারে ভারতে এসে সেই মোদীর গুজরাত দিয়েই সফর শুরু করেছেন ২৪ জন রিপাব্লিকান কংগ্রেস সদস্যের প্রতিনিধি দলটি।
এমনকী উন্নয়ন নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা।