ভারতকে অ্যাপাচে হেলিকপ্টার বিক্রিতে ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রায় ১ ডজন দেশ অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে অন্তত ৮০০টি অ্যাপাচে হেলিকপ্টার। অপ্রতিরোধ্য মারণক্ষমতার জন্য অ্যাপাচেকে 'উড়ন্ত ট্যাঙ্ক' বলেও ডাকা হয়। এই হেলিকপ্টারে রয়েছে ৩০০ মিমি কামান। সঙ্গে রয়েছে চেইন গান। যা মিনিটে ৬২৫ রাউন্ড গুলি ছুড়তে পারে।    

Updated By: Jun 13, 2018, 12:59 PM IST
ভারতকে অ্যাপাচে হেলিকপ্টার বিক্রিতে ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন: ভারতকে অ্যাপাচে হেলিকপ্টার বিক্রিতে ছাড়পত্র দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই চুক্তিতে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলারে ৬টি AH-64E হেলিকপ্টার পাবে ভারত। 

বেশ কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্য়াপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছিল ভারত। পরিকল্পনার অংশ হিসাবে মার্কিন সংস্থা বোয়িংয়ের সঙ্গে হেলিকপ্টারের দেহাংশ তৈরির চুক্তি করে টাটা গোষ্ঠী। ভারতেই তৈরি হবে হেলিকপ্টারের সেই অংশগুলি। তবে এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ তৈরি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অনুমতি পেল ভারত। 

এই চুক্তি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের কাছে পাঠিয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন কংগ্রেস সর্বসম্মতিতে পাশ হয়েছে এই প্রস্তাব। কংগ্রেসের কোনও সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে আটকে যেত প্রস্তাবের বাস্তবায়ন। 

অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টারের সঙ্গে একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তি ভারতকে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে নাইটভিশন, জিপিএস, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বায়ু থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। 

নতুন এই হেলিকপ্টারগুলি ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভূক্ত হলে আকাশপথে ভারতের মারণক্ষমতা  আরও বাড়বে বলে আশাবাদী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। 

কর্ণাটকে ফের হার বিজেপির, জোটমন্ত্রে বাজিমাত কংগ্রেস-জেডিএসএর

বিশ্বের প্রায় ১ ডজন দেশ অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে অন্তত ৮০০টি অ্যাপাচে হেলিকপ্টার। অপ্রতিরোধ্য মারণক্ষমতার জন্য অ্যাপাচেকে 'উড়ন্ত ট্যাঙ্ক' বলেও ডাকা হয়। এই হেলিকপ্টারে রয়েছে ৩০০ মিমি কামান। সঙ্গে রয়েছে চেইন গান। যা মিনিটে ৬২৫ রাউন্ড গুলি ছুড়তে পারে।    

.