রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মূলধন বাড়াতে ঋণ আদায়ে কড়া হওয়ার পরামর্শ RBI গভর্নরের

Updated By: Aug 19, 2017, 03:16 PM IST
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মূলধন বাড়াতে ঋণ আদায়ে কড়া হওয়ার পরামর্শ RBI গভর্নরের

ওয়েব ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আরও মূলধনের প্রয়োজন। এই অতিরিক্ত মূলধন সঞ্চয় করতে হবে বিভিন্ন উপায়ে। বাজার থেকে আয়ের পথ আরও উদ্ভাবন করতে হবে। বললেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল। একইসঙ্গে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে নিজেদের অংশীদারিত্বের পরিমাণ ধীরে ধীরে কমাবে সরকার।

অনাদায়ী ঋণ সমস্যায় জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ‌যার ফলে লভ্যাংশ কমছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে অবিলম্বের বড় মাপের মূলধন 'বিপ্লব' প্রয়োজন বলে মনে করেন উর্জিত। একইসঙ্গে বয়েকা ঋণ আদায়ে ব্যাঙ্কগুলিকে আরও কড়া হতে হবে মন্তব্য করেছেন তিনি। মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন RBI-এর গভর্নর।

আরও পড়ুন, আগামী ৫ বছরে ব্যাঙ্ক প্রতিষ্ঠানের মৃত্যু ঘটবে, পুরোটাই হবে অনলাইন : অমিতাভ কান্ত

.