কাজ দেওয়ার নাম করে ডেকে ভোপাল স্টেশনেই গণধর্ষণ, গ্রেফতার রেলেরই ২ অফিসার
রেল পুলিসের এসপি হিতেশ চৌধুরি সংবাদমাধ্যমে বলেন, ফেসবুকে রাজেশের সঙ্গে আলাপ হয় উত্তরপ্রদেশের ওই তরুণীর
নিজস্ব প্রতিবেদন: ভোপাল স্টেশনের ভিআইপি লাউঞ্জে ধর্ষণ। অভিযোগ উঠল রেলেরই ২ অফিসারের বিরুদ্ধে। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে জিআরপি।
আরও পড়ুন-নগদে ২৬০ কোটি টাকা জমা! সারদাকাণ্ডে আয়কর দফতরকে চিঠি দিয়ে নথি চাইল সিবিআই
ভোপাল রেলের এপি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজেশ তিওয়ারি নামে রেলের এক অফিসার কাজের লোভ দেখিয়ে উত্তরপ্রদেশ থেকে ডেকে পাঠায় বছর বাইশের এক তরুণীকে। রাজেশের কথা মতো শনিবার সকালে ভোপাল পৌঁছে যান ওই তরুণী। ভেপাল স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ভিআইপি লাউঞ্জে ওই তরুণীর থাকার ব্যবস্থা করেন রাজেশ। তাঁকে ওই ব্যবস্থা করতে সাহায্য করেন অলোক মালব্য নামে রেলেরই এক ইঞ্জিনিয়ার। পরে লাউঞ্জেই ওই তরুণীকে দুজনে ধর্ষণ করেন বলে অভিযোগ তরুণীর।
ভয়ঙ্কর ওই ঘটনার পর রেল পুলিসকে গোটা বিষয়টি জানান ওই তরুণী। এর পরেই রাজেশ ও অলোকের বিরুদ্ধে এফআইআর করা হয়।
আরও পড়ুন-'মহিলাদের গায়ে হাত, শাড়িও টেনে খুলে দেওয়া হয়', বারুইপুরে অনুপমকে ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
রেল পুলিসের এসপি হিতেশ চৌধুরি সংবাদমাধ্যমে বলেন, ফেসবুকে রাজেশের সঙ্গে আলাপ হয় উত্তরপ্রদেশের ওই তরুণীর। ভেপালে এলে তাকে ভিআইপি লাউঞ্জে থাকতে দেওয়া হয়। রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। সেই সুযোগে ধর্ষণ করা হয় ওই তরুণীকে।