১০ টাকা নিয়ে বচসার জেরে খুন ট্যাক্সি চালক
মাত্র ১০ টাকার জন্য এক ট্যাক্সি চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার তিন অভিযুক্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দাতে।
Updated By: Dec 4, 2016, 12:31 PM IST
![১০ টাকা নিয়ে বচসার জেরে খুন ট্যাক্সি চালক ১০ টাকা নিয়ে বচসার জেরে খুন ট্যাক্সি চালক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/04/72073-cabbie-killed-up.jpg)
ওয়েব ডেস্ক : মাত্র ১০ টাকার জন্য এক ট্যাক্সি চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার তিন অভিযুক্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দাতে।
জানা গেছে, ওই তিনজন ট্যাক্সিটি ভাড়া করেছিল। গন্তব্যে পৌঁছনোর পর ভাড়ায় ১০ টাকা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা থেকে তা হাতাহাতির পর্যায়ে গেলে অভিযুক্তরা তাঁকে পিটিয়ে খুন করে সেখানেই। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা।
খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।