উত্তরপ্রদেশে ষষ্ঠ দফা ভোটের ২৪ ঘন্টা আগে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম দফার ২৪ ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত। আগামী কাল (৪ঠা মার্চ) উত্তরপ্রদেশের মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হবে।

Updated By: Mar 3, 2017, 10:18 PM IST
উত্তরপ্রদেশে ষষ্ঠ দফা ভোটের ২৪ ঘন্টা আগে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম দফার ২৪ ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত। আগামী কাল (৪ঠা মার্চ) উত্তরপ্রদেশের মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হবে।

জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক বীরেন্দ্র কুমারের জানিয়েছেন, "৮৪ কি.মি. দীর্ঘ ইন্দো-নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন মিটে গেলে তা পুনরায় খুলে দেওয়া হবে। সীমান্ত বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে সশস্ত্র সীমা বলের উপর। একমাত্র এমার্জেন্সি গাড়িকেই সীমান্ত পারাপার হতে দেওয়া হচ্ছে।" এছাড়াও 'অবৈধ ও অবাঞ্ছিত' ব্যক্তির গতিবিধি আটকাতে সীমান্ত বরাবর ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, সীমাম্ত সংলগ্ন পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন হবে আগামী কাল। (আরও পড়ুন- স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই জানুন বিষয়টি... )

.