আজ শেষ দফার ভোট উত্তরপ্রদেশে

আজ উত্তরপ্রদেশে শেষ দফার ভোটগ্রহণ চলছে। নজরে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী। বারাণসীর ৫ টি বিধানসভা আসনে জোর টক্কর বিজেপি ও সপা-কংগ্রেস জোটের। বারাণসী বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। আর সপা-কংগ্রেস জোটের দাবি, নিজভূমেই মুখ থুবড়ে পড়বেন মোদী। মোট ৪০ টি আসনে ৫৩৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। শনিবার ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল। ওই দিনই বোঝা যাবে ২০১৯-এর সেমিফাইনালে বাজিমাত করল কে।

Updated By: Mar 8, 2017, 09:18 AM IST
আজ শেষ দফার ভোট উত্তরপ্রদেশে

ওয়েব ডেস্ক: আজ উত্তরপ্রদেশে শেষ দফার ভোটগ্রহণ চলছে। নজরে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী। বারাণসীর ৫ টি বিধানসভা আসনে জোর টক্কর বিজেপি ও সপা-কংগ্রেস জোটের। বারাণসী বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। আর সপা-কংগ্রেস জোটের দাবি, নিজভূমেই মুখ থুবড়ে পড়বেন মোদী। মোট ৪০ টি আসনে ৫৩৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। শনিবার ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল। ওই দিনই বোঝা যাবে ২০১৯-এর সেমিফাইনালে বাজিমাত করল কে।

এদিকে, উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম নিয়ে চলা জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং উমা ভারতীই। তিনি সাফ জানিয়েছেন, "আমি এখন গঙ্গা ছাড়া আর কিছুই ভাবতে রাজি না"। (আরও পড়ুন- কাশীতে মোদীর গোসেবা)

.