অভিনেত্রীদের গালের মত রাস্তার প্রতিশ্রুতি, অপসৃত উত্তর প্রদেশের মন্ত্রী
সুন্দরীদের চিকণ, মসৃণ গালের মত রাস্তা বানানো হল না উত্তর প্রদেশের খাদি ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজা রাম পান্ডের। উল্টে খোয়াতে হল মন্ত্রীত্ব। শুক্রবার প্রতাপগড়ে বক্তৃতা দেওয়ার সময় রাজা রাম পান্ডে প্রতাপ গড়ের রাস্তা ``অভিনেত্রী হেমা মালিনি আর মাধুরী দিক্ষিতের গালের মত`` করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।
সুন্দরীদের চিকণ, মসৃণ গালের মত রাস্তা বানানো হল না উত্তর প্রদেশের খাদি ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজা রাম পান্ডের। উল্টে খোয়াতে হল মন্ত্রীত্ব। শুক্রবার প্রতাপগড়ে বক্তৃতা দেওয়ার সময় রাজা রাম পান্ডে প্রতাপ গড়ের রাস্তা ``অভিনেত্রী হেমা মালিনি আর মাধুরী দিক্ষিতের গালের মত`` করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।
রাম পান্ডের এই মন্তব্যের পরই সারা দেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির মুখ্য মুখপাত্র বিজয় বাহাদুর পাঠক মন্তব্য করেন একজন মন্ত্রী কোনও ভাবেই এই ধরনের মন্তব্য করতে পারেন না। বিভিন্ন সামাজিক সংগঠনও রাম পান্ডের অপসারণের দাবি তোলেন। এরপরেই রাজ্যপাল বি এল যোশীর সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তড়িঘড়ি বর্ষীয়ান রাজা রাম পান্ডেকে পদ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।
আপাতত আরও ৬১টি বিভাগের দায়িত্বের সঙ্গেই উত্তরপ্রদেশের খাদি ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।