ভিন ধর্মে প্রেম, অত্যাচারের আতঙ্কে মাথায় গুলি করে আত্মঘাতী যুবক! হাতে প্রেমিকার ছবি
সোমবার বুদাউনের এক গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় মহম্মদ আলম শেখের দেহ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বরেলির বরাদরি এলাকার ব্যবসায়ী ২৪ নভেম্বর এক হিন্দু তরুণীকে নিয়ে পালিয়ে যায়। দিল্লির এক হোটেল থেকে তরুণীকে উদ্ধার করা গেলেও পুলিসের হাত থেকে পালিয়ে যান আলিম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন্ন ধর্মে প্রেম! বছর ২১-এর এক তরুণীকে গেস্টহাউসে নিয়ে গিয়ে নিজেই গুলি করে আত্মঘাতী হল এক তরুণ। সোমবার বুদাউনের এক গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় মহম্মদ আলম শেখের দেহ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বরেলির বরাদরি এলাকার ব্যবসায়ী ২৪ নভেম্বর এক হিন্দু তরুণীকে নিয়ে পালিয়ে যায়। যদিও এর আগে আলিম শেখের দেহ উদ্ধার হওয়ার আগে দিল্লির এক হোটেল থেকে তরুণীকে উদ্ধার করা গেলেও পুলিসের হাত থেকে পালিয়ে যান আলিম।
আরও পড়ুন, Year Ender 2022: লতা-সাইরাস-সন্ধ্যা-কেকে! ২০২২-এ কাঁদালেন যাঁরা
আলিম ৩০শে নভেম্বর বুদাউন পৌঁছন এবং ৪ ডিসেম্বর স্থানীয় এক বন্ধুর সঙ্গে শহরের সিভিল লাইনস এলাকায় গেস্ট হাউসে যান। মঙ্গলবার আলিমের বাবা রহিম শেখ এক জাতীয় সংবাদমাধ্যমে বলেন, 'ছেলের খোঁজ আমার কাছে থাকে না। সোমবার রাতে পুলিস আমাদের জানায় যে আলিম আত্মহত্যা করেছে। ও সারাক্ষণই পুলিসের ভয়ে থাকত, কারণ একসময় ছোট ছেলেকে বরেলির পুলিস দুই দিনের জন্য বিনা গ্রেফতারির পরোয়ানায় আটকে রেখেছিল।
রহিম আরও জানান, ''আমার ছেলে এই মহিলাকে এত ভালোবাসত যে তাঁর মৃত্যুর সময় সেই মেয়ের হাতে তাঁর একটি ছবি ছিল। এমনকী তাঁর স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন।” পুলিস জানায় যে, প্রাথমিকভাবে মহিলার বাবা-মা একটি মিসিং ডায়েরি দায়ের করেছিলেন এবং তদন্তের সময় তারা দেখতে পান যে এটি অপহরণের মামলা ছিল।''
বরাদারির এসএইচও অভিষেক কুমার বলেন, ''তরুণী নিখোঁজ হয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আলিমকে প্রাথমিকভাবে প্রধান সন্দেহভাজনের তালিকার রাখা হয়। মেয়েটি নিখোঁজ হওয়ায় আমরা তার ভাই ও বাবাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। কিন্তু সেখান থেকে বেশি তথ্য সংগ্রহ করা যায়নি। পরে আমরা ওই তরুণীপ সন্ধান পাওয়া যায় দিল্লিতে। ওই তরুণী আমাদের বলেছিলেন যে তিনি আলিমের সঙ্গে নিজের ইচ্ছেয় গিয়েছিলেন এবং তারপরে আলিমের খোঁজ করাও বন্ধ করে দিয়েছিলাম। তবে পরবর্তীতে অটোপসি থেকে জানা যায় আত্মহত্যা করেছে আলিম।''
আরও পড়ুন, RVM: দেশের যে কোনও প্রান্ত থেকে পছন্দের প্রার্থীকে দিন ভোট! কমিশনের 'রিমোট' পদক্ষেপ...