CM Yogi: কারাগারে বাজবে গায়ত্রী মন্ত্র, কয়েদিদের জন্য নয়া ভাবনা যোগী সরকারের

যোগী প্রশাসনের জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতি জেল প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছেন।

Updated By: Apr 8, 2022, 04:44 PM IST
CM Yogi: কারাগারে বাজবে গায়ত্রী মন্ত্র, কয়েদিদের জন্য নয়া ভাবনা যোগী সরকারের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: জেলে বন্দিদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। এখন থেকে সে রাজ্যের জেলে বাজানো হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র।  শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্রের সুরও শোনা যাবে কারাগারে। এই মন্ত্রগুলো বাজানো হবে জেলে বন্দিদের মানসিক শান্তির জন্য, এমনটাই জানান হয়েছে।

যোগী প্রশাসনের জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতি জেল প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছেন। তথ্য অনুযায়ী, জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতির নির্দেশে সে রাজ্যের বহু জেলার কারাগারে গায়ত্রী ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনা যাচ্ছে। কারাগারে থাকা বন্দীরা কারাগার থেকে বেরিয়ে এসে যাতে সুনাগরিক হয় এবং এজন্যই তাদের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে জানান হয়।

তাই এসব মন্ত্রের সুর কারাগারে বাজানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। যাতে বন্দীরা মানসিক শান্তি পায়। এর পাশাপাশি, রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার জেলে প্লাস্টিকের বোতল এবং জিনিসপত্র নিষিদ্ধ করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.