Congress: উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে কংগ্রেসের মুখ প্রিয়াঙ্কা, কারণ জানালেন দলেরই নেতা
যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে কোমর বেঁধে নামছে কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন: আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে সব পক্ষ। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে কোমর বেঁধে নামছে কংগ্রেসও। উত্তরপ্রদেশে সম্প্রতি বিজেপি ভাল ফল করলেও, একদা কংগ্রেস গড়ে নিজেদের লড়াই এখনও জারি রেখেছে শতাব্দী প্রাচীন দলটি। এবার আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকেই সামনে রেখে রণনীতি সাজাবে কংগ্রেস, রবিবার একথা জানালেন সদ্য নিয়োগকরা প্রচার কমিটির প্রধান পি এল পুনিয়া৷
অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে জনপ্রিয় বিরোধী মুখ হয়ে উঠেছেন। হাথরাস থেকে সম্প্রতি লখিমপুর খেরির ঘটনায় শাসকদলের বিরুদ্ধে রাস্তায় নেমে তাঁর লড়াই দেখেছে উত্তরপ্রদেশ। এহেন 'পার্সোনালিটি'কেই এবার দলের প্রচারের 'প্রধান মুখ' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শুক্রবারই ২০ সদস্যর একটি নির্বাচনী প্রচার কমিটি গঠন করেছে সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন দল। যা পরিচালনা করবেন পি এল পুনিয়া।
আরও পড়ুন, Navjot Singh Sidhu: পাঞ্জাব কংগ্রেস প্রধান পদে ফিরে কাজে মনোযোগী সিধু, নির্বাচন নিয়ে সোনিয়াকে চিঠি
তবে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পুনিয়া জানায়, কংগ্রেসের মূল বিরোধী বিজেপি। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে রয়েছে। পুনিয়ার কথায়, লখিমপুর খেরির ঘটনায় প্রিয়াঙ্কার 'সত্যের জন্য লড়াই' এবং জেলে আটক থাকার ঘটনা সাম্প্রতিক সময়ে দেখিয়েছে ইন্দিরা-নাতনী লড়াইয়ের ময়দানে 'সফল'।
পি এল পুনিয়া বলেন, "বর্তমানে উত্তরপ্রদেশের জনগণ প্রিয়াঙ্কার কাজে মুগ্ধ। তাঁর থেকে জনপ্রিয়তা এখন আর কেউ এগিয়ে নেই৷ এখনও পর্যন্ত যতদূর প্রচারের পরিকল্পনা রাখা হয়েছে আমরা ভাগ্যবান প্রিয়াঙ্কা গান্ধীকে সেই সময়গুলিতে পাশে পাব।"