উত্তর প্রদেশে অনিশ্চিত হাত-সাইকেল জোট

রাজনীতির সমীকরণ যে কত জটিল, তা আরও একবার প্রমাণিত হতে চলেছে। উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট তৈরি হওয়ার আগেই মুখ থুবড়ে পড়তে চলেছে। আসন ভাগাভাগি নিয়েই শুরু হয়ে গেছে টানাপোড়েন।

Updated By: Jan 21, 2017, 11:11 PM IST
উত্তর প্রদেশে অনিশ্চিত হাত-সাইকেল জোট

ওয়েব ডেস্ক: রাজনীতির সমীকরণ যে কত জটিল, তা আরও একবার প্রমাণিত হতে চলেছে। উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট তৈরি হওয়ার আগেই মুখ থুবড়ে পড়তে চলেছে। আসন ভাগাভাগি নিয়েই শুরু হয়ে গেছে টানাপোড়েন।

দেশের সবচেয়ে বড় রাজ্যের বিধানসভায় ৪০৩ আসনের মধ্যে ৯৯টি কংগ্রেসকে ছাড়তে রাজি অখিলেশ যাদব। কিন্তু ১০৪-এর কমে নামতে নারাজ কংগ্রেস। সোমবার পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর থেকেই ঝামেলার সূত্রপাত। আসন রফা এখনও বিশ বাঁও জলে। অথচ হাতে সময় খুব কম। ২৪ জানুয়ারি প্রথম পর্যায়ে মনোনয়ন জমার শেষ দিন। অথচ ৫টি আসন নিয়ে টানাপোড়েন অব্যাহত।

আরও পড়ুন- 'পোর্টেবল পূজা বক্স' হাতে সাংবাদিক সম্মেলনে সিধু

সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল বলছেন কথাবার্তা শেষ। তা অবশ্য মানতে নারাজ কংগ্রেস নেতা রাজ বব্বর। তাঁর দাবি, কথাবার্তা এখনও চলছে। ৫টি আসনে আদৌ রফা হবে কি না, বিজেপিকে হারাতে আদৌ কি গাঁটছড়া বাঁধবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি, সেটাই এখন বড়সড় প্রশ্নের মুখে।

.