পারস্পরিক আলোচনার ওপর জোর রাষ্ট্রসংঘের

ভারত-পাক সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আলোচনার ওপর জোর দিল রাষ্ট্রসংঘ। উপমহাদেশের এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক অশান্তি প্রশমনে আলোচনাই একমাত্র পথ হতে পারে বলে অভিমত রাষ্ট্রসংঘের। শান্তিপ্রতিষ্ঠায় ২০০৩-এর অস্ত্রসংবরণ চুক্তিকে সম্মান জানানোর জন্য ভারত পাকিস্তান দুই দেশের কাছেই আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ। 

Updated By: Jan 10, 2013, 07:07 PM IST

ভারত-পাক সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আলোচনার ওপর জোর দিল রাষ্ট্রসংঘ। উপমহাদেশের এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক অশান্তি প্রশমনে আলোচনাই একমাত্র পথ হতে পারে বলে অভিমত রাষ্ট্রসংঘের। শান্তিপ্রতিষ্ঠায় ২০০৩-এর অস্ত্রসংবরণ চুক্তিকে সম্মান জানানোর জন্য ভারত পাকিস্তান দুই দেশের কাছেই আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ। 
চলতি মাসের ৮ তারিখ পুঞ্চের মেন্ধর সেক্টরে দুপক্ষের সংঘর্ষের বিষয়েও কোনও অভিযোগ জমা পড়েনি বলেও রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে। ওই সংঘর্ষেই দুই ভারতীয় সেনার মৃত্যু হয়।
জাতীয় নিরাপত্তা উদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন ভারত-পাক সীমান্তে অস্ত্রসংবরণ লঙ্ঘিত হচ্ছে বারবার। দিন দিন বাড়ছে অনুপ্রবেশ সমস্যা। এই ঘটনা বেশকিছুদিন ধরেই চলছে বলে জানান তিনি। ২০১১-র তুলনায় ২০১২-তে সমস্যা আরও বেড়েছে। জানুয়ারি ৮-এ পুঞ্চের মেন্ধর সেক্টরে যে ঘটনা ঘটেছে দুঃখজনক হলেও তা প্রথমবার নয় বলে মন্তব্য করেন শিবশঙ্কর মেনন।

.