তিন তালাক বিলে সম্মতি দিয়ে নারী মুক্তিতে সামিল হোন, মমতা-সনিয়া-মায়াবতীকে আবেদন কেন্দ্রের
আগামী ১৮ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যসভায় তিন তালাক বিল এখনও আটকে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত মরশুমে বিলটি রাজ্যসভায় পাশ করাতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে এবার বাদল অধিবেশনে তিন তালাক বিল পাশ করানোর জন্য দেশের প্রধান তিন বিরোধী দলনেত্রীকে আবেদন জানালো কেন্দ্র।
কেন্দ্রয়ী আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এদিন সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতীকে উদ্দেশ্য করে বলেন, ''তিন তালাক বিলের সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। তাই সমস্ত রাজনৈতিক বিবাদ দূরে রেখে নারী মুক্তি ও সম্মানের জন্য একজোট হয়ে এই বিলটি পাশ করতে সাহায্য করুন।'' তিনি এও বলেন, বিরোধী দলগুলির নেতা নেত্রীদের সঙ্গে এনিয়ে কথা বলতে আপত্তি নেই তাঁর।
প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। এই অধিবেশনেই তিন তালাক বিলটি পাশ করার পক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে কেন্দ্র। সম্প্রতি, তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই এই নিয়ে একটি অর্ডিন্যান্স আনে কেন্দ্র। ইতিমধ্যেই তিন তালাক বিলে সম্মতি জানিয়েছে লোকসভা।
আরও পড়ুন- দিল্লিতে ১৪ হাজার গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নামলেন পরিবেশপ্রেমীরা