Rampurhat Arson: রাজ্যকে ৭২ ঘণ্টা সময় দিল কেন্দ্র, রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে  বৈঠকে বিজেপি (BJP) প্রতিনিধিদলের।

Updated By: Mar 22, 2022, 05:09 PM IST
Rampurhat Arson:  রাজ্যকে ৭২ ঘণ্টা সময় দিল কেন্দ্র, রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন:  রামপুরহাটকাণ্ডে (Rampurhat Arson) ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। শুধু তাই নয়, রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় দল পাঠানো হবে রামপুরহাটে। নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পদমর্যাদার এক আধিকারিক।

রামপুরহাটকাণ্ডের (ampurhat Arson) প্রতিবাদে দিল্লির দরবারে বঙ্গ বিজেপি (BJP)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home MInister Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন এ রাজ্যের সাংসদের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন খোদ দলের রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (WB BJP President Sukanta Mazumder)। সূত্রের খবর, স্রেফ রামপুরহাটকাণ্ডই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাম্প্রতিক আরও বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেন তাঁরা। দাবি করেন, যেভাবে একের এক ঘটনা ঘটে, তাতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। রামপুরহাটকাণ্ড নির্দিষ্টভাবে পুলিস-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় তদন্তের দাবি জানান।

বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'খুবই ঘৃণ্য ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এমন ঘটনা বারবার ঘটছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রামপুরহাটে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিয়েছেন। তবে, তার আগে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে'। এমনকী, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার বিজেপি সাংসদরা। দাবি জানিয়েছেন, সারা দেশের সাংসদদের নিয়ে প্রতিনিধি দল তৈরি করে রামপুরহাটে পাঠানো হোক। ঘটনাস্থল পরিদর্শন করে দলীয়ভাবে রিপোর্ট জমা দেওয়া হোক।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.