Puducherry-তে President's Rule, প্রতিবাদে কংগ্রেস

প্রধানমন্ত্রী পুদুচেরি-সফরে সেখানকার বাতাসের অভিমুখ বদলের উল্লেখ করেন।

Updated By: Feb 25, 2021, 08:01 PM IST
Puducherry-তে President's Rule, প্রতিবাদে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: পুদুচেরিতে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। সেখানে কংগ্রেসের কয়েকজন বিধায়ক পদত্যাগ করার ফলে হঠাৎই অচলাবস্থা তৈরি হয়ে যায়। বিষয়টি নিয়ে তখনই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। অভিযোগ তুলেছিল এই বলে যে, এ বিজেপিরই রাজনৈতিক কৌশল। 

যাই হোক, এর জেরে পদত্যাগ করতে হয় পুদুচেরি মুখ্যমন্ত্রীকে। President Ram Nath Kovind পুদুচেরির Chief Minister V Narayanasamy এবং তাঁর মন্ত্রীবর্গের পদত্যাগপত্র গ্রহণ করার পরদিনই পুদুচেরিতে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন (President's Rule)।

আরও পড়ুন: বিশ্বের উচ্চতম রেলব্রিজ ভারতে, টুইটে অপেক্ষার বার্তা রেলমন্ত্রীর

এর জেরে Congress সেখানে প্রতিবাদ (protest) জানাল। নরেন্দ্র মোদী সরকারের (Modi government) বিরুদ্ধে তারা  গণতন্ত্র হত্যার (murder of democracy) অভিযোগও আনল। 

প্রসঙ্গত বৃহস্পতিবার তামিলনাড়ু পুদুচেরিতে প্রধানমন্ত্রীর সফর ছিল। সেখানে মোদী (Narendra Modi) একটি রোডশো থেকে পুদুচেরিতে বাতাসের অভিমুখ বদলের ইঙ্গিতের কথা উল্লেখ করেন। সেখানকার  energy এবং enthusiasm-এর কথাও বলেন তিনি।

আরও পড়ুন: মৎস্যজীবীদের পরিশ্রমকে কাছ থেকে দেখতে মাঝ সমুদ্রে ঝাঁপ রাহুল গান্ধীর

.