Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭

২০১৭-১৮ অর্থ বর্ষের জন্য সংসদে পেশ করা হচ্ছে অর্থ বাজেট। নানা জটিলতা ও সেই সঙ্গে সাংসদ ই আহমেদের মৃত্যুর জন্য আজকের বাজেট পেশ করা নিয়ে সংশয় দেখা দিলেও, অবশেষে জল্পনার মেঘ কাটিয়ে অবশেষে স্থির হয় আজই পেশ করা হচ্ছে বাজেট।

Updated By: Feb 1, 2017, 01:04 PM IST
Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭

ওয়েব ডেস্ক : ২০১৭-১৮ অর্থ বর্ষের জন্য সংসদে পেশ করা হচ্ছে অর্থ বাজেট। নানা জটিলতা ও সেই সঙ্গে সাংসদ ই আহমেদের মৃত্যুর জন্য আজকের বাজেট পেশ করা নিয়ে সংশয় দেখা দিলেও, অবশেষে জল্পনার মেঘ কাটিয়ে অবশেষে স্থির হয় আজই পেশ করা হচ্ছে বাজেট।

এবারই প্রথম সংযুক্ত বাজেট পেশ করা হচ্ছে। যেখানে আলাদা করে পেশ করা হচ্ছে না রেল বাজেট। পাশাপাশি, নোট বাতিলের সিদ্ধান্তের পর এবারের বাজেটের দিকে চোখ ছিল সকলেরই। সেখানে দাঁড়িয়ে প্রথম থেকেই আজ চমকহীন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তিনি বললেন,

৫০ কোটির কম টার্নওভার কোম্পানির ক্ষেত্রে আয়কর কমছে ২৫ শতাংশ

নগদে ৩ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না

কোনও রাজনৈতিক দল সর্বোচ্চ ২ হাজার টাকা নগদে অনুদান নিতে পারবে। বাকি অংশ চেক বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নিতে হবে

দেশে এখনও পর্যন্ত ১ কোটি ২৫ লাখ মানুষ BHIM অ্যাপ ডাউনলোড করেছেন

মধ্যবিত্তদের জন্য আয়করে বড়সড় ছাড়। ২.৫ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আগের ক্ষেত্রে আয়কর ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব

রাজস্ব আয় বেড়েছে ১৭ শতাংশ

২০১৫ সালে ৩.৭ কোটি মানুষ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন।  তার মধ্যে ৯৯ লাখ মানুষ তাদের বার্ষিক আয় ২ লাখের কম দেখিয়েছেন

৭৬ মানুষ জানিয়েছেন তাদের বার্ষিক আয় ৫ লাখ টাকার উপরে। এদের মধ্যে ৫৬ লাখই চাকরিজীবী

কর্পোরেট রিটার্ন ফাইল খুবই কম। মাত্র ২৪ লাখ মানুষ ঘোষণা করেছেন তাদের আয় বার্ষিক ১০ লাখ

বরাদ্দ ১ লাখ ৩১ হাজার কোটি। এরমধ্যে ৫৫ হাজার কোটি টাকা দেবে অর্থমন্ত্রক

যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিষেবায় জোর। আগামী ৫ বছরের মধ্যে তৈরি করা ১০ লাখ কোটির একটি আলাদা তহবিল

২০২০ সালের মধ্যে প্রহরীবিহীন ক্রসিং তুলে দেওয়া হবে

৭ হাজার স্টেশনে সৌর বিদ্যুত্

রেল লাইনের সম্প্রসারণ ঘটানো হবে। তৈরি করা হবে ৫০০ কিমি নতুন রেলপথ

১৭টি রেল প্রকল্পে আলাদা নজর দেওয়া হবে। রেলের উন্নতিতে জোর দেওয়া হবে PPP মডেলে

২০১৯ সালের মধ্যে রেলের সব কোচে থাকবে বায়ো-টয়লেট

৫০০টি স্টেশনে শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য তৈরি করা হবে লিফট ও চলমান সিঁড়ি সহ বিশেষ ব্যবস্থা

কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মেট্রো রেলে নতুন পলিসি

IRCTC-র মাধ্যমে ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ তুলে নেওয়া হবে

নারী ও শিশুকল্যাণ খাতে বরাদ্দ ১.৫ লক্ষ কোটি থেকে বাড়িয়ে ১.৮৪ লক্ষ কোটি করা হল

৫০ হাজার গ্রাম পঞ্চায়েতকে দারিদ্র মুক্ত করা হবে

অর্থনৈতিক ক্ষেত্রের জন্য 'কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম' থাকবে

'ডিভেস্টমেন্ট' নীতি জারি থাকবে

আন্তর্জাতীক প্রতিযোগীতায় টিকে থাকতে 'ইন্টিগ্রেটেড' তৈল সংস্থা তৈরি করা হবে

আইআরসিটিসি-কে তালিকাভুক্ত করা হবে

'লেন্ডিং টার্গেট'কে দ্বিগুন করে ২.৪৪ লক্ষ কোটি করা হবে

ভারত আগামী দিনে অপ্রথাগত অর্থনীতি থেকে প্রথাগত অর্থনীতির দিকে এগোচ্ছে। আর এর ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারের ক্ষেত্রেও তার প্রভাব পড়তে চলেছে

শুরু থেকেই বাজেটে ছিল গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ নিয়ে একাধিক বরাদ্দ

পরিকাঠামো উন্নয়নের জন্যে বরাদ্দ করা হল ৩ লাখ ৯৬ হাজার ১৩৫ কোটি টাকা

কৃষিক্ষেত্রে দেশজুড়ে ঋণের বরাদ্দ ধার্য করা হয়েছে ১০ লাখ কোটি টাকা, যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ

ফসল বীমা যোজনায় বরাদ্দের সীমা বাড়ানো হল। ধার্য করা হয়েছে ৯ হাজার কোটি টাকা

 

.