Uniform Civil Code: দীর্ঘদিনের পট্টি সরিয়ে দু'চোখ মেলল আইন! ইউনিফর্ম সিভিল কোডের খসড়ায় নতুন ছবি

ঘটনাক্রমে, মূর্তির উপর চোখ বাঁধা থাকা নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার প্রতিনিধিত্ব করে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে চোখ বাধার কাপড় সরিয়ে নিয়ে একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।

Updated By: Feb 3, 2024, 12:02 AM IST
Uniform Civil Code: দীর্ঘদিনের পট্টি সরিয়ে দু'চোখ মেলল আইন! ইউনিফর্ম সিভিল কোডের খসড়ায় নতুন ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি দৃঢ় প্রতীকী বার্তায়, উত্তরাখণ্ড সরকারের কাছে জমা দেওয়া অভিন্ন সিভিল কোডের খসড়ায় লেডি জাস্টিসের মূর্তির একটি ফটোতে চোখ বাঁধা নেই। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আইনটি এখন সবার ক্ষেত্রে সমান আচরণ করবে।

ঘটনাক্রমে, মূর্তির উপর চোখ বাঁধা থাকা নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার প্রতিনিধিত্ব করে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে চোখ বাধার কাপড় সরিয়ে নিয়ে একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।

প্রতীকীতা খসড়াটির শিরোনাম শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সরকার-নিযুক্ত প্যানেল জমা দিয়েছে। খসড়াটির শিরোনাম 'অভিন্নতার মাধ্যমে সমতা বৃদ্ধি'।

আরও পড়ুন: SKAT: বিকানিরের আকাশে বায়ু সেনার কসরত! রোমাঞ্চকর অভিজ্ঞতা সাধারণ মানুষের

ইউনিফর্ম সিভিল কোডের লক্ষ্য হল ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের ক্ষেত্রে অভিন্ন বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি, সম্পত্তি এবং উত্তরাধিকার আইনের জন্য একটি আইনি কাঠামো প্রদান করা।

গত বছরের জুনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বড় চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে দেশে দুটি আইন চলতে পারে না। যেমন এটি পরিবারে, ‘বিভিন্ন সদস্যের আলাদা আলাদা নিয়ম’ হয় না।

ইউনিফর্ম সিভিল কোড আইন পাস করার জন্য উত্তরাখণ্ড বিধানসভার একটি বিশেষ চার দিনের অধিবেশন পাঁচ ফেব্রুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: Indian Navy | Pirate Attack: ফের সোমালি জলদস্যুদের আক্রমণ! ১৯ পণবন্দিকে বাঁচাল ভারতীয় নৌসেনা

যদি বিলটি পাস হয় এবং আইনটি বাস্তবায়িত হয়, তবে উত্তরাখণ্ড স্বাধীনতার পর দেশের প্রথম রাজ্য হবে যেখানে অভিন্ন সিভিল কোড গ্রহণ করা হবে। এবং অসম ও মধ্যপ্রদেশ সহ আরও কয়েকটি বিজেপি শাসিত রাজ্যও এর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। গোয়া পর্তুগিজ শাসনের অধীনে থাকার সময় থেকে একটি সাধারণ নাগরিক কোড ছিল।

২০২২ সালের মে মাসে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে উত্তরাখণ্ড সরকার। বিজেপি প্রচারের প্রতিশ্রুতিতে অভিন্ন দেওয়ানি বিধি রেখেছিল। এরপরেই রাজ্যে ক্ষমতায় ফিরে আসে বিজেপি। রিপোর্ট জমা দেওয়ার জন্য প্যানেলকে চারটি মেয়াদ দেওয়া হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.