Covid-19: ইটের জবাবে পাটকেল Modi-র! ভারতে ঢুকলেই ১০ দিনের নিভৃতবাস UK-র নাগরিকদের

ব্রিটেনের আচরণকে বৈষম্যমূলক বলে তোপ দেগেব্রিটেনের আচরণকে 'বৈষম্যমূলক' বলে তোপ দেগে জবাবি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রিংলা।      

Updated By: Oct 1, 2021, 07:53 PM IST
Covid-19: ইটের জবাবে পাটকেল Modi-র! ভারতে ঢুকলেই ১০ দিনের নিভৃতবাস UK-র নাগরিকদের

নিজস্ব প্রতিবেদন: উপরোধ-অনুরোধ কাজে দেয়নি। ইটের জবাব তাই পাটকেলে দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকার (Modi Govt)। কোভিডের টিকা (Covid Vaccine) নেওয়া থাকলেও ব্রিটেনের নাগরিকদের (British citizens) এ দেশে ১০ দিনের নিভৃতবাসে (quarantine) থাকতে হবে বলে জানাল কেন্দ্র। আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়ম। 

সূত্র উদ্ধৃত সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ৪ অক্টোবর থেকে ভারতে আসা ব্রিটিশদের ১০ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে। কোভিড টিকা (Covid Vaccine) নেওয়া থাকলেও গ্রাহ্য হবে না। পাশাপাশি ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষার শংসাপত্রও আবশ্যক। ভারতে আসার ৮ দিনের মাথায় ফের করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test)। নতুন নিয়মাবলী একেবারে ব্রিটেনের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এটা পাল্টা দেওয়ার কৌশল হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।                      

গত মাসে ব্রিটেন সরকার নির্দেশিকা জারি করে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও অস্ট্রেলিয়ার নাগরিকদের দু'টি টিকার ডোজ নেওয়া থাকলে কোয়ারিন্টিনে থাকতে হবে না। বাকি দেশগুলির ক্ষেত্রে কঠোর নিয়ম পালন বাধ্যতামূলক। ফলে টিকা নেওয়া থাকলেও সে দেশে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হচ্ছিল ভারতীয়দের। তাছাড়া প্রাথমিকভাবে কোভিশিল্ডকে স্বীকৃতি দেয়নি ব্রিটেন। পরে মান্যতা দিলেও কোউইন অ্যাপের মাধ্যমে শংসাপত্রকে অনুমোদন দেওয়া হয়নি। ব্রিটেনের আচরণকে 'বৈষম্যমূলক' বলে তোপ দেগে জবাবি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রিংলা (Harsh Shringla)।      

ভারত ও ব্রিটেনের মধ্যে একাধিক দফায় বৈঠক হয়। ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্স এলিসের সঙ্গে আলোচনা করেন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের অধিকর্তা আরএস শর্মা। বৈঠকের পর দু'জনেই সন্তোষ প্রকাশ করেন। কিন্তু বিষয়টির যে নিষ্পত্তি হয়নি তা ভারতের পদক্ষেপেই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। 

আরও পড়ুন- ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় লুঙ্গি পরায় ৩ ছাত্রকে বহিষ্কার করল বিশ্ববিদ্যালয়!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.