এক পুলিসের দুই বউ, থানার মধ্যেই চুলোচুলি, দেখুন ভিডিওতে

ওয়েব ডেস্ক : খাকি উর্দি পরা একজন পুলিস কর্মীর জামাটা টেনে ধরলেন এক মহিলা। কিছু বুঝে ওঠার আগেই কিল, সপাটে চড়। এবার পাল্টা ঘুষি মারলেন সেই লোকটিও। কিছুক্ষণের মধ্যেই মারামারিতে যোগ দিলেন আরেক মহিলা। এরপর দ্বিতীয় মহিলা ও ওই ব্যক্তি মিলে বেধড়ক মারলেন প্রথম মহিলাটিকে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোরদাবাদের একটি থানা।

দিনের আলোয় থানা চত্বরের মধ্যে এইভাবেই চুলোচুলি করতে দেখা গেল এক পুলিস কনস্টেবলের দুই স্ত্রীকে। প্রথম স্ত্রীর সঙ্গে যোগদান করে দ্বিতীয় স্ত্রীকে মারধর করতে দেখা গেল পেশায় পুলিস কনস্টেবল ওই ব্যক্তিকেও। চড়, লাথি, কিল, ঘুষি... বাদ ছিল না কিছুই। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে জানা গেছে। গোটা ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। দেখুন সেই ভিডিওটি,

English Title: 
Two wives of a police constable involved in a brawl inside police station
News Source: 
Home Title: 

এক পুলিসের দুই বউ, থানার মধ্যেই চুলোচুলি, দেখুন ভিডিওতে

এক পুলিসের দুই বউ, থানার মধ্যেই চুলোচুলি, দেখুন ভিডিওতে
Yes
Is Blog?: 
No
Section: