গোরখপুরে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হত ১২

Updated By: Oct 1, 2014, 09:57 AM IST
গোরখপুরে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হত ১২

 

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের গোরখপুরে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে রেল সূত্রে। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল রাত এগারোটা নাগাদ বারাণসী থেকে গোরখপুরগামী কৃষক এক্সপ্রেস পিছন থেকে ধাক্কা মারে  লক্ষ্ণৌ থেকে বারাউনিগামী বারাউনি এক্সপ্রেসের পিছনে। সংঘর্ষে বারাউনি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিগন্যাল অগ্রাহ্য করার দায়ে কৃষক এক্সপ্রেসের চালক ও সহকারী চালককে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলের সেফটি কমিশনার পি কে বাজপেয়ী।

দুর্ঘটনার জেরে গোরখপুর -বারাণসী রুটের ট্রেন চলাচল ব্যাহত হয়।  যাত্রাপথের পরিবর্তন করা হয় বেশ কয়েকটি ট্রেনের।  মৃতদের পরিবারের সদস্যদের পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করেছে রেল।

.