কুপওয়ারায় রাতভর অভিযান, খতম ১ পাকিস্তানি সহ ২ জঙ্গি

বুধবার ২ জইশ জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এদের একজন পাকিস্তানের নাগরিক

Updated By: Mar 1, 2019, 11:46 AM IST
কুপওয়ারায় রাতভর অভিযান, খতম ১ পাকিস্তানি সহ ২ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: কুপওয়ারায় গুলির লড়াই থামলেও এখনও চলছে তল্লাশি। নিরাপত্তা বাহিনীর গুলিতে ইতিমধ্যেই নিহত হয়েছে ২ জঙ্গি।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুলির লড়াই থামলেও চলছে তল্লাশি। এখনও এক জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে বাহিনীর কাছে। মৃত ২ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-তাপমাত্রা কমল ২ ডিগ্রি, উত্তুরে হাওয়ায় ফের রাজ্যে শীতের আমেজ

এদিন গভীর রাত থেকে কুপওয়ারার বাবগুন্ড ও কারগুন্ডে ৩ জঙ্গির খোঁজে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এদিন রাত একটা থেকেই শুরু হয় অভিযান। ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে তল্লাশি চালু হয়। এর মধ্যেই শুরু হয়ে যায় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় ২ জঙ্গিই। অন্য জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি

বুধবার ২ জইশ জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এদের একজন পাকিস্তানের নাগরিক। কাশ্মীরের আইজি এসপি পানি সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোপিয়ানে এনকাউন্টার শেষ হয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওখানে অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত ২ জঙ্গি নিহত হয়েছে। এরা দুজনই জইশের সদস্য। এদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই জঙ্গির একজন পাকিস্তানি এবং অন্যজন এলাকারই বাসিন্দা।

.