গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রাক্তন দুই আরএসএস নেতা
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার কেন্দ্রীয় মন্ত্রী রূপে নির্বাচিত হওয়ার পর এখন সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে এখন ব্যাস্ত বিজেপি। বৃহস্পতিবার এই নিয়ে আলোচনায় বসছে বিজেপি গোয়া রাজ্য কমিটি।
পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার কেন্দ্রীয় মন্ত্রী রূপে নির্বাচিত হওয়ার পর সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে এখন ব্যাস্ত বিজেপি। বৃহস্পতিবার এই নিয়ে আলোচনায় বসছে বিজেপি গোয়া রাজ্য কমিটি।
পার্টি সূত্রে খবর, পরিকর, গোয়া বিজেপি প্রেসিডেন্ট বিনয় তেন্ডুলকর ও সাধারণ সম্পাদক সতীশ ধন্দ আজই দিল্লি থেকে গোয়ায় ফিরে আসছেন। পানাজিতে দুপুরের এই বৈঠকে অংশগ্রহণ করবেন তাঁরাও।
পরিকার গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে বৈঠক করেন।
সংবাদমাধ্যমের নজরাদারি থেকে দূরে থাকতে আজকের বৈঠকের স্থান সম্পর্কে বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন।
সূত্রে খবর, সে রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর ও বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র আরলেকর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন।
এই দু'জনেই প্রাক্তন আরএসএস কর্মী।
পারসেকর ও আরলেকর গোয়ায় বিজিপি-এর আধিপত্য বিস্তারের অন্যতম কারিগর।