LoC পেরিয়ে পুঞ্চে ঢুকে পড়েছিল ২ কিশোরী, উপহার-মিষ্টি দিয়ে তাদের PoK ফেরত পাঠাল সেনা
আজ তাদের চাকান দে বাগ ক্রসিংয়ে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়
নিজস্ব প্রতিবেদন: রবিবার ভুল করে এলওসি পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল ২ বোন। সোমবার তাদের পাক সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিল ভারতীয় সেনা।
আরও পড়ুন-গ্রেফতার অখিলেশ; আন্দোলন চলবে, জানাল সমাজবাদী পার্টি
#WATCH | We lost our way & entered Indian territory. We feared that Army personnel will beat us up but they treated us in a very good manner. We had thought that they would not allow us to go back but today we are being sent home. People are very good here: Laiba Zabair https://t.co/u6DXgPEf7C pic.twitter.com/2rkf8hOdxk
— ANI (@ANI) December 7, 2020
পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ওই দুই কিশোরী রবিবার সকালে পুঞ্চে ভারতীয় সীমানয় ঢুকে পড়ে। ভারতীয় সীমানায় তাদের ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী।
Jammu and Kashmir: Two girls from PoK who had inadvertently crossed into the Indian side in Poonch yesterday have been repatriated from Chakan Da Bagh crossing point today. pic.twitter.com/MVO10DW8eW
— ANI (@ANI) December 7, 2020
দুই কিশোরীকে জেরা করে জানা যায় তারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। তারা থাকে PoK খাউটা তহসিলে। একজনের নাম লাবিয়া জুবায়ের এবং অন্যজন তার বোন সানা জুবায়ের।
আরও পড়ুন-'মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না', নাম না করে শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ
সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানান হয়েছে, 'পাক অধিকৃত কাশ্মীরের আব্বাসপুরের খাউটা তহসিলের ওই দুই কিশোরী রবিবার পুঞ্চে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। আজ তাদের চাকান দে বাগ ক্রসিংয়ে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। '
সোমবার পাকিস্তানের সেনা ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পাকিস্তানের হাতে তাদের তুলে দেওয়া হয়। শুধু তাই নয় তাদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেয় ভারতীয় সেনা।