জঙ্গিদের নিকেশ করে লাভ নেই বরং সরকারের নীতি বদল করতে হবে, মন্তব্য মেহবুবা মুফতির

নিজস্ব প্রতিবেদন: জঙ্গিদের নিকেশ করে কোনও লাভ হবে না। বরং জঙ্গি দমনে সরকারের ধারনা বদল করতে হবে।

সেনাবাহিনী ‌যখন টানা অভি‌যান চালিয়ে রাজ্যে জঙ্গিদের উপদ্রব বেশ খানিকটা কমিয়ে ফেলেছে সে সময় এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

গোয়ার পঞ্জিমে এক আলোচনা সভায় মেহবুবা মুফতি বলেন, “সেনা বাহিনী মনে করছে তারা তাদের কাজ খুব ভালোভাবে করছে। অনেক হয়েছে, এবার সরকারের নীতিতে একটা মানবিক ছোঁয়া আসুক। সেনা একা কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে না।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেহবুবা বলেন, মানবিক হওয়ার অর্থ এই নয় ‌যে জঙ্গিদের প্রতি নরম মনোভাব দেখানো। দেশের আইন মেনেই সবাইকে চলতে হবে। কাল ‌যদি মাসারাত আলমের মতো জঙ্গিকে আদালত ছেড়ে দেয় তাহলে কি বলা ‌যাবে, আমরা তা মানি না? বরং তা মেনেই নিতে হবে।

জঙ্গি দমনের পন্থা কি? এনকাউন্টারে তাদের কি মরে ফেলা উচিত? জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের মেরে কোনও সমস্যার সমাধান হবে না। আমরা ‌যদি ২০০ জঙ্গিকে মারি তাহলে আরও ২০০ জঙ্গি পাকিস্তান থেকে চলে আসবে। বরং আমাদের বাজপেয়ীর মতো শান্তি প্রক্রিয়ায় পথে হাঁচতে হবে।

আরও পড়ুন-প্রথম বাঙালি হিসাবে সাত শৃঙ্গ জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত

English Title: 
Two hundred terrorisits would come if you kill two hundred, says Mehbooba Mufti
News Source: 
Home Title: 

জঙ্গিদের নিকেশ করে লাভ নেই বরং সরকারের নীতি বদল করতে হবে, মন্তব্য মেহবুবা মুফতির

জঙ্গিদের নিকেশ করে লাভ নেই বরং সরকারের নীতি বদল করতে হবে, মন্তব্য মেহবুবা মুফতির
Yes
Is Blog?: 
No
Section: