নাসিকে বেলাইন মঙ্গলা এক্সপ্রেস, নিহত ৫
মহারাষ্ট্রের নাসিকে রেল দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কিছু যাত্রী। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ নাসিকের ঘোটি এবং ইগতপুর স্টেশনের মাঝে দিল্লি থেকে এর্নাকুলমগামী মঙ্গলা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়।
Updated By: Nov 15, 2013, 11:11 AM IST
মহারাষ্ট্রের নাসিকে রেল দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কিছু যাত্রী। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ নাসিকের ঘোটি এবং ইগতপুর স্টেশনের মাঝে দিল্লি থেকে এর্নাকুলমগামী মঙ্গলা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়।
তবে, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার জন্য মুম্বই নাসিক রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। দুটি বিশেষ হেল্পলাইনেরও ব্যবস্থা করেছে সেন্ট্রাল রেলওয়ে। আহত যাত্রীদের নাসিক ও ঘোটির হাসপাতালে চিকিত্সা চলছে।
রেলের জারি করা হেল্পলাইন নম্বরগুলি হল: কল্যাণ- ০২৫১২ ৩১১৪৯৯, লাগাতপুরি ০২৫৫৩ ২৪৪০২০।