নাগপুরে অটোচালকদের দাদাগিরি, মারধর দুই ট্রাফিক পুলিস কর্মীকে
এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত দুই অটোচালককে গ্রেফতারও করেছে নাগপুর পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ফের অটোচালকদের দাদাগিরি। এবার অটোচালকদের দাদাগিরির শিকার হলেন দুই ট্রাফিক পুলিস কর্মী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
আরও পড়ুন: 'ব্যাঙ্ক-কে আমার টাকা কেন ফেরত নিতে বলছেন না মোদী,' ট্যুইটে তোপ পলাতক মালিয়ার
ওই শহরের গণেশপেথ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে দু'জন অটোচালক দুই ট্রাফিক পুলিস কর্মীকের প্রকাশ্যে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনায় ওই দুই ট্রাফিক পুলিস কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নাম প্রকাশ সোনাবাণে ও কিশোর ধাপকো।
আরও পড়ুন: দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার জ্বলছে কাগজ কারখানা
এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত দুই অটোচালককে গ্রেফতারও করেছে নাগপুর পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুই ট্রাফিক পুলিস কর্মী যান নিয়ন্ত্রণ করছিলেন। কেউ আইন ভাঙলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজও করছিলেন তাঁরা।
আরও পড়ুন: কুম্ভস্নানে অমিত শাহের গায়ে জল ছেটালেন যোগী, দেখুন ভিডিয়ো
সেই সময়ই ঘটনাস্থল দিয়ে অটো নিয়ে যাচ্ছিলেন ওই দুই চালক ময়ূর রাজুরকর ও সোনু কাম্বলে। তখন তাঁদের সঙ্গে ওই দুই ট্রাফিক পুলিস কর্মীর বচসা শুরু হয়।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই ট্রাফিক পুলিস কর্মীকে মারধর শুরু করে অভিযুক্ত দুই অটোচালক। একজনের উর্দি ছিঁড়ে দেওয়া হয়। অন্যজন মারধরের জেরে গুরুতর জখম হন।
আরও পড়ুন: রাজ্যে লড়াই হলেও জাতীয়স্তরে কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোটবার্তা মমতার
প্রকাশ্যে এই ঘটনা ঘটায় আতঙ্কিত যাত্রীরা। তাঁদের বক্তব্য, ট্রাফিক পুলিসকে যে চালকরা রেয়াত করেন না, তাঁরা যাত্রীদের সঙ্গে আরও খারাপ ব্যবহার করতে পারেন।
প্রসঙ্গত, কলকাতা শহরে প্রায়ই অটোচালকের দাদাগিরির ঘটনা সামনে আসে। কিন্তু সাধারণত অটোচালকদের বিরুদ্ধে যাত্রীদের হেনস্তা করার অভিযোগ ওঠে। ট্রাফিক পুলিসকে মারধর করার ঘটনা সাম্প্রতিক অতীতে সামনে আসেনি। তবে সেই ধরনের ঘটনা ঘটল নাগপুরে।