দেওবন্দ থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন জইশ জঙ্গি

এদিকে, গোয়েন্দারা মনে করছেন পুলওয়ামার মতো কাশ্মীরে আরও আত্মঘাতী জঙ্গি হামলা ঘটতে পারে

Updated By: Feb 22, 2019, 02:19 PM IST
দেওবন্দ থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন জইশ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর কাশ্মীরের বাইরে ২ সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিস। রাজ্যের দেওবন্দ থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-আগামী ১৫ বছরে অর্থনীতৈক দিক থেকে প্রথম তিনটি দেশের মধ্যে থাকবে ভারত, আশাবাদী মোদী

শুক্রবার সাহারানপুরের দেওয়বন্দে এক দোকানদার, ১২ ছাত্রকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস। এদের মধ্যের রয়েছে দুই কাশ্মীরি যুবক। এদেরই জইশ জঙ্গি বলে মনে করা হচ্ছে। ধৃত শাহনাওয়াজ আহমেদের বাড়ি কুলগামে এবং অন্যজন আকিব আহমেদ মালিকের বাড়ি পুলওয়ামায়। জানিয়েছেন ডিজিপি ও পি সিং।  

ও পি সিং বলেন, দেওবন্দ থেকে গ্রেফতার করা হয়েছে সক্রিয় জইশ কর্মী শাহনাওয়াজ আহমেদ তেলিকে। তবে এখনও স্পষ্ট বলা যাচ্ছে না ওই দুই যুবক পুলওয়ামা হামলার আগে নাকি পরে এলাকায় এসেছিল।

পুলিসের অভিযোগ, শাহনাওয়াজ আহমেদ এলাকার যুবকদের জইশে নিয়োগ করতো। সূত্রের খবর, এই শাহনাওয়াজ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল।

আরও পড়ুন-পুলওয়ামার ঘটনা ফোনে জানার পর সেদিন কোনও খাবার মুখে তোলেননি প্রধানমন্ত্রী!

এদিকে, গোয়েন্দারা মনে করছেন পুলওয়ামার মতো কাশ্মীরে আরও আত্মঘাতী জঙ্গি হামলা ঘটাতে পারে। গত কয়েক মাসে কাশ্মীরের ৫০-৬০ তরুণকে জইশে নিয়োগ করেছে। এদের হামলায় নিয়োগ করা হতে পারে।

.