দেশের 'আজব' এই গ্রামে যমজ ৪০০ জন!
এক আজব গ্রাম। যেখানে প্রায় ঘরে ঘরে শুধু যমজ বাচ্চা। সংখ্যাটা প্রায় ৪০০ জন। হাজারে সংখ্যাটা ৪৫ জন। এক জায়গায় এত সংখ্যক যমজ হওয়ায়, আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে ওই গ্রাম।
ওয়েব ডেস্ক : এক আজব গ্রাম। যেখানে প্রায় ঘরে ঘরে শুধু যমজ বাচ্চা। সংখ্যাটা প্রায় ৪০০ জন। হাজারে সংখ্যাটা ৪৫ জন। এক জায়গায় এত সংখ্যক যমজ হওয়ায়, আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে ওই গ্রাম।
কেরলের মল্লপুরমের প্রত্যন্ত কোদিনহি গ্রাম। একসঙ্গে এতজন যমজের মাঝে অনেকসময়ই 'গোলকধাঁধা' লেগে যায়। গ্রামের মানুষ একজনকে ডাকতে গিয়ে ডেকে ফেলেন অন্যকে। এমনকী পরিবারের লোকেরাও মাঝেসাঝে ভুল করে ফেলেন। শুধু মা-ই চিনে নেন কো কোনজন। শুধু দেখা নয়, মিল আরও অনেককিছুতেই। কী জামা পড়তে ভালো লাগে থেকে কী খাবার পছন্দ। অসুখবিসুখও হয় প্রায় একইসঙ্গে।
পরিসংখ্যান বলছে, ২০০৮ সালে এই গ্রামে কমপক্ষে ১৫ জোড়া বাচ্চার জন্ম হয়। তারপরই নড়েচড়ে বসেন বিজ্ঞানীরা। কী কারণে গ্রামটিতে এত যমজ জন্মাচ্ছে, গবেষণা চলছে তা নিয়ে। পরীক্ষা করে দেখা হচ্ছে গ্রামের মাটি, জল, হাওয়া।