আগ্নেয়াস্ত্র ভর্তি মার্কিন জাহাজের ৩৫জন সদস্যই গ্রেফতার

অস্ত্রভরতি মার্কিন জাহাজ এমভি সিম্যান গার্ড ওহিও-র ৩৫ জন সদস্যকেই গ্রেফতার করে তুতিকোরিনের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হল। আপাতত ওই ৩৫জন পুলিসের হেফাজতে থাকবেন। এমভি সিম্যানের আটক ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Updated By: Oct 18, 2013, 01:53 PM IST

অস্ত্রভরতি মার্কিন জাহাজ এমভি সিম্যান গার্ড ওহিও-র ৩৫ জন সদস্যকেই গ্রেফতার করে তুতিকোরিনের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হল। আপাতত ওই ৩৫জন পুলিসের হেফাজতে থাকবেন। এমভি সিম্যানের আটক ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
আজ ভোরবেলা ওই ৩৫জনকে তুতিকোরিন বন্দরের পার্শ্ববর্তী মুথাইপুরম পুলিস স্টেশনে তামিলনাড়ুর পুলিস গোয়েন্দারা জেরা করেন।
গ্রেফতারের আগে সরকারি হাসপাতালের এক দল ডাক্তার ১০জন নাবিক ও ২৫জন সশস্ত্র রক্ষীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছেন।
তামিলনাড়ুর বিশেষ তদন্তকারী বিভাগ `কিউ` এখনই এই নিয়ে আর কিছু জানাতে চাননি।
বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে, এই মার্কিন জাহাজকে আটক করেছিল ভারত। তামিলনাড়ুর তুতিকরিন থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে, গত বারোই অক্টোবর জাহাজটিকে আটক করা হয়েছে। আপাতত তুতিকরিন বন্দরেই আটকে রাখা হয়েছে এমভি সিম্যান গার্ড নামে ওই জাহাজটিকে।
জাহাজে ১০জন নাবিক ও ২৫জন সশস্ত্র রক্ষী, এই মোট ৩৫ জন ছিলেন। । আর রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ক্যাপ্টেনের দাবি, জলদস্যুদের হাত থেকে মার্কিন পণ্যবাহী জাহাজগুলিকে বাঁচাতেই সঙ্গে রক্ষী ও অস্ত্র রাখে তারা। কিন্তু, সেইসব অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজের নাবিক ও ২৫ রক্ষীর বিরুদ্ধে, বেআইনি অস্ত্র মামলায় এফআইআর দায়ের করা হয়েছিল।

.