Jammu & Kashmir Assembly: নবগঠিত জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুলকালাম! অনুচ্ছেদ ৩৭০ নিয়ে হাতাহাতি...
Jammu & Kashmir Assembly: এই ধরনের কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা সত্যি কথা ৫ অগস্ট ২০১৯ সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি জম্মু ও কাশ্মীরের মানুষ মানতে পারেননি। যদি তাঁরা নিজেদের সম্মতি দিতেন তাহলে পরিণাম কিছুটা অন্যরকমের হত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ফের সকালে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন জম্মু ও কাশ্মীর বিধানসভার শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল মার্শালদের। অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ঘটনার সূত্রপাত একটি পোস্টার ঘিরে। বৃহস্পতিবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। এবার সেই পোস্টারের আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। বিধানসভায় শুরু হয় বিজেপি বিধায়কদের স্লোগান দেওয়া। তারপর শাসক এবং বিরোধীদের মধ্যে প্রথমে ধ্বস্তাধস্তি পরে সেটি হাতাহাতিতে পৌঁছে যায়।
আরও পড়ুন: Viral Video: বৃদ্ধ ঠাকুমাকে আচমকাই ব্যাট দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে নাতি! হাড়হিম ভিডিয়োয়...
দীর্ঘ ৬ বছর পর ফের জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসেছিল। আর সেই অধিবেশনের প্রথম দিনই অনুচ্ছেদ ৩৭০ বাতিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে ছিল জম্মু ও কাশ্মীর বিধানসভা জুড়ে। ঘটনার সূত্রপাত হয়েছিল, বিধানসভায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে নিজেদের প্রস্তাব পেশ করেছিলেন। উল্টোদিকে পাল্টা আওয়াজ তোলেন বিজেপি বিধায়কেরা। পাশাপাশি জম্মু ও কাশ্মীর বিধানসভার সদ্য মনোনীত স্পিকার, ন্যাশানাল কনফারেন্স বিধায়ক রহিম রাঠেদারও জানান, এই ধরনের প্রস্তাবকে তিনি অনুমোদন করছেন না।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ জানিয়েছিলেন, "আমরা জানতাম, এই ধরনের কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা সত্যি কথা ৫ অগস্ট ২০১৯ সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি জম্মু ও কাশ্মীরের মানুষ মানতে পারেননি। যদি তাঁরা নিজেদের সম্মতি দিতেন তাহলে পরিণাম কিছুটা অন্যরকমের হত। হাউস কীভাবে গোটা বিষয়টিকে আলোচনা করবে এবং কীভাবে সেটি রিফ্লেক্ট করবে সেটা কোন এক মেম্বার সিদ্ধান্ত নেবে না। আজ হাউসে যে পরিকল্পনা নেওয়া হয়েছে কেবল মাত্র ক্যামেরা ছাড়া তার কোন গুরুত্ব নেই।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)