Tripura: উপনির্বাচনের আগের রাতে আক্রান্ত তৃণমূল প্রার্থী! নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তৃণমূলের তরফে জানানো হয়েছে, গুন্ডারা প্রথমে অর্জুন নমশূদ্রের গাড়িতে ভাঙচুর করে। সেখান থেকে পালিয়ে তিনি রাত ১১টা নাগাদ তৃণমূল নেতা দীপক দাসের বাড়িতে আশ্রয় নেন। তৃণমূলের দাবি বিজেপির গুন্ডারা সেখানেও ঘেরাও করে।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচন। আর উপনির্বাচনের শুরুতেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের দাবি সুরমা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর উপর বিজেপির গুন্ডারা হামলা করেছে এবং তাঁর পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছে।
তৃণমূলের অভিযোগ বুধবার রাতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সুরমা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন নমশূদ্রের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা করে বিজেপি-সমর্থিত গুন্ডারা। তাদের দাবি ভোট দিতে অথবা ভোটের দিন সমর্থকদের জমায়েত করার চেষ্টা করলে তার পরিবারকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি প্রার্থী স্বপ্না পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি অবাধ ও সুষ্ঠ নির্বাচনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, গুন্ডারা প্রথমে অর্জুন নমশূদ্রের গাড়িতে ভাঙচুর করে। সেখান থেকে পালিয়ে তিনি রাত ১১টা নাগাদ তৃণমূল নেতা দীপক দাসের বাড়িতে আশ্রয় নেন। তৃণমূলের দাবি বিজেপির গুন্ডারা সেখানেও ঘেরাও করে।
তৃণমূলের দাবি বিজেপির গুন্ডারা দীপক দাসের প্রতিবেশীদের ভয় দেখায় এবং ভোট দিতে বারন করে।