Tripura Municipal Election: পশ্চিম আগরতলায় ধুন্ধুমার! থানা ঘেরাও বামেদের

অশান্তি এড়াতে আগরতলা-সহ বিভিন্ন বুথে মোতায়েন CRPF এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (TRS) বাহিনী।

Updated By: Nov 25, 2021, 04:41 PM IST
Tripura Municipal Election: পশ্চিম আগরতলায় ধুন্ধুমার! থানা ঘেরাও বামেদের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: উত্তেজনার আবহে আজ ত্রিপুরায় পুরভোট (Tripura Municipal Election)। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ-সহ  ৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। মোট বুথ ৬৪৪টি।  এর মধ্যে ৩৭০টি বুথ ‘অতি স্পর্শকাতর’ এবং ২৭৪টি ‘স্পর্শকাতর’। অশান্তি এড়াতে আগরতলা-সহ বিভিন্ন বুথে CRPF এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (TRS) বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে ইতিমধ্য়ে জিতে গিয়েছে বিজেপি (BJP)। মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে শাসকদল। ২০টি পুর অঞ্চলের বাকি ২২২টি আসনে হবে ভোট।

3.40 pm: ভোট দিতে বাধা। পশ্চিম আগরতলা থানায় বিক্ষোভ বামেদের। পুরভোটে অশান্তির অভিযোগ, হিংসার প্রতিবাদেই থানা ঘেরাও করেন তারা। পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। থানার সামনে থেকে বিক্ষোভকারীদের সরাল পুলিস। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের অভিযোগ পুলিস নিস্ক্রিয়। বুথ দখল ও রিগিংয়েরও অভিযোগে এসডিএফ অফিস ঘেরাও সিপিএমের। সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির। 

1.40 pm: নেতা, কর্মী ও সমর্থকদের উপর হামলা। প্রার্থীদের মারধর। একাধিক অভিযোগে পূর্ব আগরতলা থানা ঘেরাও তৃণমূলের। পরে তৃণমূল নেতাদের গ্রেফতার করে পুলিস। তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিককেও নিয়ে যাওয়া হয়।  

11.30 am: ত্রিপুরা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, রাজ্য নির্বাচন কমিশন, ত্রিপুরার পুলিস কর্তাদের নিশ্চিত করতে হলে যাতে প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে। সমস্ত বুথে CCTV না থাকায়, সাংবাদিকদের প্রতি বুথে ঢুকতে দিতে হবে। ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, গণনা পর্যন্ত সেই ব্যবস্থা বহাল থাকবে।  

11.00 am: আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন বিশ্বাসকে মারধরের অভিযোগ। ভোট দিয়ে বের হওয়ার সময় মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধো অভিযোগ। প্রার্থীর চোখে গুরুতর আঘাত লাগে। কোনও রকমে পার্টি অফিসে পালিয়ে আসেন তিনি। প্রাণে রক্ষা পান। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।    

9.30 am: আগরতলার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।  

9.00 am: ভোটর শুরুর দু'ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে ২০টিরও বেশি অভিযোগ করেছে তৃণমূল। প্রতি ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। কোথাও হামলা, কোথাও EVM মেশিন গড়মিল, কোথাও জমায়েতের অভিযোগ। পুলিস সুপার, ওসি এবং রিটার্নিং অফিসারদের বিরুদ্ধেও ফোন না ধরার অভিযোগ।  

8.20 am: আগরতলার পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের ৪ কবিরাজ তিল্লা, ২ নম্বর ওয়ার্ড অফিস এবং ১ অঙ্গনওয়ারি স্কুলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)। 

8.15 am: পুলিস সুপার, ওসি এবং রিটার্নিং অফিসারদের ফোনে পাওয়া যাচ্ছে না। বিজেপির অত্যাচার করছে। একাধিক বুথে ইভিএম মেশিন গড়মিল করা হয়েছে। অভিযোগ তৃণমূলের। 

8.00 am: আগরতলার পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের একটি বুথে ইভিএম মেশিনে তৃণমূলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ। 

7.30 am: আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর শ্যামল পালের এজেন্টকে মারধরের অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মক পোলের সময় হামলা হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। 

ভোট গ্রহণের আগের রাতেও হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের (TMC) অভিযোগ, ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। শাসকদলের মদতেই একাজ হয়েছে। নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে ঘাসফুল শিবির। একই অভিযোগ করেছে সিপিএমও (CPIM)। তাঁদের অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডের এক সদস্যর বাড়িতে হামলা হয়েছে। আমবাসাতেও এক বিরোধী প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। সবক্ষেত্রেই শাসকদল বিজেপির বিরুদ্ধেই অভিযোগ। 

ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ত্রিপুরা জুড়ে ইন্টারনেট পরিষেবায় বন্ধ রাখার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গোটা ঘটনা ঘটাচ্ছে বিজেপি। যাতে তাঁদের অত্য়াচারের ঘটনা মানুষের কাছে না পৌঁছায়, সেজন্য একাজ করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।  

আরগরতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে বাইক বাহিনীর হানার অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক বাহিনীর ছবি। হুমকি দেওয়ার অভিযোগ। তির শাসকদল বিজেপির দিকে।

আরও পড়ুন: 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অযথা নষ্ট করবেন না', BSF ইস্য়ুতে মোদীর কাছে সরব মমতা

আরও পড়ুন: Modi-Mamata Meet: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন মোদীকে আমন্ত্রণ মমতার, উদ্বোধনের আর্জি

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.