এবার মুখ ফসকে নয় বিতর্ক নয়, মঞ্চে উঠে গাইলেন বিপ্লব দেব, দেখুন ভিডিও
আগরতলায় উত্তর-পূর্ব যুব উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে গাইলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে বিতর্কিত মন্তব্যের সৌজন্যেই প্রচারের আলোয় এসেছেন বিপ্লব দেব। তবে এবার গান গেয়ে চমকে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অলকা ইয়াগনিকের পাশে দাঁড়িয়ে গাইলেন,'দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, অ্যায় ত্রিপুরা তেরে লিয়ে'।
আগরতলায় উত্তর-পূর্ব যুব উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে গাইলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জনপ্রিয় দেশাত্মবোধক গান 'দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, অ্যায় বতন তেরে লিয়ে' গানটিই একটু বদল দেন বিপ্লব। গাইলেন, 'দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, অ্যায় ত্রিপুরা তেরে লিয়ে'। বিজেপির যুব মোর্চার নেতা সোমনাথ সাহা ভিডিওটি টুইট করেছেন। তাঁর দাবি, উত্তর-পূর্ব যুব উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে গায়িকা অলকা ইয়াগনিকের অনুরোধেই গান করেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর গানের পর করতালিতে মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। শোনা যায়, 'ভারত মাতা কি জয় স্লোগানও'।
Moment of the Day
Honorable Chief Minister Shri Biplab Kumar Deb enthralled the spectators with his soulful track on Singer Alka Yagnik special request during the closing act of 6th North East Youth Festival' 2018 Agartala, Tripura.#AgartalaEventsForYou #NEYF16 @BjpBiplab pic.twitter.com/X7UOplVVCv
— Somnath Saha BJYM (@SomnThSaha1) November 19, 2018
১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল 'কর্মা'। এই ছবির অন্যতম জনপ্রিয় গান 'দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, অ্যায় বতন তেরে লিয়ে' গানে স্বর দিয়েছিলেন মহম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি। সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবির পরিচালক সুভাষ গাই। গানটিতে রয়েছেন দিলীপ কুমার ও নূতন। বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি। দিলীপ কুমার-নূতন ছাড়াও জ্যাকি শ্রফ, অনিল কাপুর, পুনম ঢিল্লো, শ্রীদেবী, নাসিরুদ্দিন শাহ, দারা সিং ও অনুপম খেরের মতো অভিনেতারা ছিলেন 'কর্মা'য়।
গত এপ্রিলে বিপ্লব দেব দাবি করেছিলেন, ভারতে ইন্টারনেট নতুন নয়, মহাভারতের যুগেও ছিল। তাঁর এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। বিপ্লব দেবকে নিয়ে অনেকে রসিক মন্তব্যও করেন। এমনকি মে মাসে বিপ্লব দেব দাবি করেন, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে ইতিহাস বলছে, ইংরেজদের নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন বিশ্বকবি।
আরও পড়ুন- উদ্বোধনের আগে শহরের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁর অন্দরের ছবি দেখে নিন