Tripura Bypoll Results: ত্রিপুরায় জামানত জব্দ, তাও ২০২৩ সরকার গড়ার স্বপ্ন তৃণমূলের, কটাক্ষ বিজেপির
ফলাফল প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ, নিশানা করতে শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) কেন্দ্রীয় নেতা অমিত মালব্য টুইটে খোঁচা দেয় তৃণমূলকে।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাশাজনক ফলাফল তৃণমূল কংগ্রেসের (TMC)। চার কেন্দ্রের তিনটিতে জয়ী বিজেপি (BJP) এবং একটিতে জয়ী কংগ্রেস। বিজেপির ভবিষ্যদ্বাণী সত্যি করে চার কেন্দ্রেরই চতুর্থ স্থানে এ রাজ্যের শাসকদল।
চার কেন্দ্রে তৃণমূলের ভোট শতাংশ
যুবাজনগর: তৃণমূল প্রার্থী মৃণালকান্তি দেবনাথ পেয়েছেন ১০৮০টি (২.৯৮%)
আগরতলা: তৃণমূল প্রার্থী পান্না দেব পেয়েছেন ৮৪২টি (২.১%)
সুরমা: তৃণমূল প্রার্থী অর্জুন নমঃশূদ্র পেয়েছেন ১০২০টি (৩.৬৭%)
বরদোয়ালি: তৃণমূল প্রার্থী সঞ্তিতা ভট্টাচার্য পেয়েছেন ৯৮৬টি (২৯৬%)
ফলাফল প্রকাশ্যে আসতেই তৃণমূলকে (TMC) কটাক্ষ, নিশানা করতে শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) কেন্দ্রীয় নেতা অমিত মালব্য টুইটে খোঁচা দেয় তৃণমূলকে। টুইটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, "তৃণমূলকে প্রত্যাখ্যানের জন্য ত্রিপুরার মানুষতে ধন্যবাদ। একটা 'পুরোপুরি' দুর্নীতিগ্রস্ত দল, যারা তোষণের রাজনীতিতে বিশ্বাসী, গণতন্ত্রের হত্যকারী। যাঁদের একমাত্র উদ্দেশ্য হল একটি পরিবারকে খুশি করা, যারা দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানিক মতো চালায়।"
The BJP has won 3/4 seats that went to polls in Tripura. Chief Minister Manik Saha won comfortably from Town Bardowali assembly constituency. But the real news is Mamata Banerjee’s TMC finishing fourth in all the contests and losing deposit.
Similar irrelevance awaits her in WB.
— Amit Malviya (@amitmalviya) June 26, 2022
I would like to thank the voters of Tripura for rejecting TMC, an 'all in all' corrupt party, which engages in appeasement politics, fans violence, murders democracy, engages in nepotism; serves only the interest of the family that "owns" the party & runs it like a Pvt Ltd firm. pic.twitter.com/nWW11ZQ9AS
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 26, 2022
ফলাফল নিয়ে বিজেপি তোপ দাগলেও পাত্তা দিতে নারাজ তৃণমূল (TMC)। আগামী বিধানসভা ভোটে সরকার গড়ার আশা রাখছেন কুণাল ঘোষরা। রাজ্য তৃণমূলের মুখপাত্র বলেন, "এমন ভাবার কোনও কারণ নেই যে তৃণমূল হতাশ এবং তৃণমূল নেতিবাচক ভাবে দেখছে। উপনির্বাচনে ঢালাও সন্ত্রাস করেছে বিজেপি। বাম-কংগ্রেস হাতেহাত মিলিয়ে তৃণমূলকে রোখার চেষ্টা করেছেন। তৃণমূল সমস্ত দিক বিচার বিশ্লেষণ করছে। তৃণমূল আছে, থাকবে। ২০২৩-এ তৃণমূল সরকারে নেতৃত্ব দেবে।"
ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, "এত ঝামেলা হয়েছে যে, ভোটাররা ভোট দিতে গিয়ে পালিয়ে গিয়েছেন। আর যেহেতু সরকার বদলের কোনও ব্যাপার নেই, তাই মানুষ একদিকে ভোট দিয়েছে। খুব অল্প সংময়ের মধ্যেই আমরা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নেত্রী এবং সেনাপতির দেখানো পথেই আমরা মাটি কামড়ে পড়ে রয়েছি।"